কলকাতা, ১৮ নভেম্বর- অনেক ধন্যবাদ মা-মাটি-মানুষকে। এই জয় আপনাদের। কথা দিচ্ছি, মা-মাটি-মানুষের সঙ্গে থাকব সবসময়। ২০১১ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। আর জয়ের পর এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বক্তব্য। বাড়ির বাইরে তখন উদ্বেলিত জনতা। কারোর চোখে জল, কারোর মুখে শঙ্খধ্বনি। সবুজ আবিরে ছেয়ে গেছে এলাকা। আর জনতাকে দেখে বাড়ির বাইরে এলেন মমতা। একবার হাত নাড়লেন। আর তারপরই ধন্যবাদ জানালেন মা-মাটি-মানুষকে। একটু পিছিয়ে যাওয়া যাক। ২০০৯ সাল। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনে ভর করে তৃণমূল কংগ্রেস তখন তরতরিয়ে এগোচ্ছে। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে মমতার মুখে একটাই কথা, নেতাই থেকে রায়না, বাম সরকার চাই না।। এবার চাই মা-মাটি-মানুষের সরকার। স্লোগান তখন থেকেই জনপ্রিয় হতে শুরু করেছে। লোকসভা নির্বাচনে জয় এসেছে। এরপরের টার্গেট ছিল বিধানসভা নির্বাচন। ২০১১ সাল। আর ভোটপ্রচারে তাঁর সঙ্গী ছিল একই স্লোগান। মা-মাটি-মানুষের সরকার চাই। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে সেই লড়াইতেও সফল মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণে কদম রাখেন। এরপর বিভিন্ন সভা, সমিতিতেও মা-মাটি-মানুষের পক্ষে সওয়াল করেছেন তিনি। তৃণমূলের ছোটো-বড় নেতারাও বক্তব্য রাখতে গিয়ে, মা-মাটি-মানুষের নেত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এপর্যন্ত সব ঠিকই আছে। কিন্তু, এবার আপনাদের চমক দেওয়ার পালা। জানেন কি, মা-মাটি-মানুষ আসলে একটা সংস্থা ? হ্যাঁ, মা-মাটি-মানুষ কম্পানি। তার মালিকের নাম আন্দাজ করতে পারছেন ? মমতা বন্দ্যোপাধ্যায় নয়। না, কোনও যাত্রাপালার ডিরেক্টরও নন। মা-মাটি-মানুষ কম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তথ্য সেকথাই বলছে। যা ফাঁস করেছিলেন মুকুল রায়। রানি রাসমণি রোডের সভায়। বিশ্বাস হচ্ছে না তাই তো ? তাহলে চলুন দেখে নিই সরকারি তথ্য। ২০১৩ সালের ১৮ জানুয়ারি মা-মাটি-মানুষের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখিত আবেদনটি করা হয় কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প দপ্তরের অধীনে থাকা অফিস অফ কন্ট্রোলার জেনেরাল অফ ট্রেড মার্কস অ্যান্ড পেটেন্ট (Office of controller general of Trade Marks and Patents) দপ্তরে। আবেদন নম্বর ২৪৬২৮০৭। ক্লাস ৩৮। কী লেখা হয় আবেদনপত্রে : Proprietor name : Abhishek Banerjee (Single Firm) Address: 30B Harish Chatterjee street, Kol- 700025 আবেদন করা হয়েছিল এই মাধ্যমে C.J Associate 6A Kiron Sankar Roy Road, 2nd Floor Kol-700001 এই আবেদন গ্রহণ করে তাতে সিলমোহর দেয় ট্রেড মার্কস রেজিস্ট্রি দপ্তর। ২০১৬ সালের ১২ অগাস্ট সিলমোহরটি দেওয়া হয়। অর্থাৎ, ১২ অগাস্ট থেকে মা-মাটি-মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রেজিস্টার্ড। Certificate Detail : Certificate No. : 1307985 Dated : 12/08/2016 Notified in Journal No : 1759 Valid upto/ Renewed upto : 18/01/2023 কম্পানির আওতায় যে যে পণ্য ও পরিষেবা আছে তার তালিকা টেলিভিশন চ্যানেলস, কেবল টেলিভিশন, রেডিও অ্যান্ড অন-লাইন ব্রডকাস্টিং সার্ভিসেস কমিউনিকেশন বাই ফাইবার অপটিক নেটওয়ার্ক, ইলেকট্রনিক মেল, ট্রানসমিশন, ব্রডকাস্ট, রিসেপশন অ্যান্ড ডিসেমিনেশন অফ অডিও, ভিডিও, স্টিল অ্যান্ড মুভিং ইমেজেস, টেক্সট অ্যান্ড ডেটা হোয়েদার ইন রিয়েল ওর ডিলেইড টাইম, ইন্টারেকটিভ ব্রডকাস্টিং, নিউজ় ইনফরমেশন অ্যান্ড নিউজ় এজেন্সি, রেডিও অ্যান্ড টেলিভিশন ব্রডকাস্টিং, প্রভাইডিং অ্যাকসেস টু অ্যান্ড লিজ়িং অফ অ্যাকসেস টাইম টু আ কম্পিউটার ডেটাবেস, টেলিকমিউনিকেশন। আর/১৭:১৪/১৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j4ywZA
November 18, 2017 at 11:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন