যুবভারতী স্টেডিয়াম নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল, মোহনবাগান

কলকাতা, ২০ নভেম্বরঃ যুবভারতী স্টেডিয়ামে এটিকে সব হোম ম্যাচের সুবিধা পেলেও সমস্যায় ইস্টবেঙ্গল, মোহনবাগান। শনিবার সল্টলেক স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কর্মকর্তারা। ক্রীড়ামন্ত্রী তাঁদের প্রস্তাব দেন প্রতি ম্যাচের পর অন্তত ২ দিন বিশ্রাম দিতে হবে সল্টলেক স্টেডিয়ামের মাঠকে। ৪৮ ঘন্টার ব্যবধানে যুবভারতীতে ম্যাচ খেলতে পারবে না কোন দল। ফলে সমস্যায় পড়েছে ২ প্রধান।

তাঁদের ৩ টি করে ম্যাচ পড়ছে ৪৮ ঘন্টার কম ব্যবধানে। এর মধ্যে রয়েছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আইজল এফসির সঙ্গে। ২৮ তারিখ তাদের খেলা সল্টলেক স্টেডিয়ামে। তার ৩ দিনের আগে খেলা এটিকের। ২৬ তারিখ পুনের সঙ্গে। সেক্ষেত্রে হয়তো আইজল ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হতে পারে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে।

ম্যাচের আগের দিন বিনামূল্যে প্র্যাক্টিস মাঠে অনুশীলনের সুযোগ পাবে আয়োজকরা। তবে অন্য দিনে অনুশীলন করতে লাগবে ৫ হাজার টাকা। প্রতি ম্যাচের জন্য এটিকে দিতে হবে ১২ লক্ষ টাকা।

এদিকে ইস্টবেঙ্গল, মোহনবাগানকে সল্টলেক স্টেডিয়ামে খেলতে হলে প্রতি ম্যাচে ক্লিনিক ফি দিতে হবে ১৫ হাজার টাকা। কসান মানি রাখতে হবে ৫ লক্ষ টাকা। স্টেডিয়ামের কোনো কিছু ক্ষতি হলে ওই ৫ লক্ষ টাকা থেকে কাটা হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zX4tv3

November 20, 2017 at 12:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top