ডারবানে, ২০ নভেম্বরঃ দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতীয় কনসাল জেনারেলের বাড়িতে ঘটল ডাকাতির ঘটনা। ডাকাতরা লুঠ চালানোর পাশাপাশি বাড়িতে ঢুকে সদস্যদের বন্দিও করে রেখেছিল বলে খবর। দক্ষিণ আফ্রিকায় যে সরকারি বাসভবনে কনসাল জেনারেল শশাঙ্ক বিক্রম ছিলেন, সেখানেই ডাকাতির ঘটনা ঘটে।
গত শনিবার ডারবানের ইনেস রোডের বাংলোয় এই ঘটনা ঘটে। জানাজানির পরে ভারতীয় দূতাবাসের তরফে দক্ষিণ আফ্রিকা সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে রবীশ কুমার জানিয়েছেন, বিষয়টি দক্ষিণ আফ্রিকা সরকারকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অপরাধীরা শীঘ্রই ধরা পড়বে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ নিজে কনসাল জেনারেল শশাঙ্ক বিক্রমের সঙ্গে ফোনে কথা বলেছেন ও পরিবারের খোঁজখবর নিয়েছেন।
কনসাল জেনারেলের পরিবারের কারও কোনও ক্ষতি হয়নি। তবে এক পরিচারিকার মোবাইল ডাকাতরা নিয়ে গিয়েছে। সেই ফোনের সূত্র ধরে ডাকাতদের খোঁজে ডারবান পুলিশ। কেউ আহত না হলেও হাই প্রোফাইল পদে থেকেও এমন ডাকাতির ঘটনায় আতঙ্কে গোটা পরিবার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2B3uEjX
November 20, 2017 at 12:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন