হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করার সময় বিপত্তি, অসুস্থ পড়ুয়ারা

হলদিবাড়ি, ২০ নভেম্বরঃ উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে গিয়ে বিপত্তি। তীব্র বিস্ফোরণের শব্দে অসুস্থ পার্শ্ববর্তী স্কুলের পড়ুয়ারা।

গত ১৫ নভেম্বর উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি দীর্ঘদিন হলদিবাড়ি থানাতেই ছিল। সোমবার সকালে গ্রেনেডটি নিষ্ক্রিয় করতে যায় পুলিশ। সেইসময় হঠাত্ই গ্রেনেডটি বিস্ফোরণ ঘটে।

পাশেই হলদিবাড়ি গার্লস স্কুলে সেইসময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছিল। বিস্ফোরণের তীব্র শব্দে শুনে স্কুলের ছাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি করে পালাতে যায়। ঘটনায় প্রায় ৫০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পড়ুয়াদের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১৩ জনকে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, হ্যান্ড গ্রেনেডটি থানা চত্বরেই নিষ্ক্রিয় করা হয়। স্কুলটি থানা লাগোয়া হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে শিক্ষিকারা জানান।

সংবাদদাতাঃ অমিত কুমার রায়

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zX0i2h

November 20, 2017 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top