ইডেন টেষ্ট ড্র, জয় থেকে ৩ ধাপ দূরে আটকে গেল ভারত

কলকাতা, ২০ নভেম্বরঃ ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ড্র করেই খুশি থাকতে ভারতকে। জয় থেকে ৩ ধাপ দূরে আটকে গেল বিরাট বাহিনি। পঞ্চম দিনে ব্যাট হাতে ভরসা দিলেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলে অপরাজিত থাকেন। এটা আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ৫০ তম শতরান। এরপরেই ৮ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত।

জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই সাদিরা সমরবিক্রমাকে বোল্ড করে দেন ভুবনেশ্বর কুমার। চতুর্থ ওভারে দিমুথ করুণারত্নেকে বোল্ড করেন মহম্মদ শামি। এরপর লাহিড়ু থিরিমানেকে ফেরান ভুবনেশ্বর। অ্যাঞ্জেলো ম্যাথুজকে এলবিডব্লু করেন উমেশ যাদব। শেষ খবরের বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার রান ছিল ৪ উইকেটে ২২। বিরতির পরেই চন্ডিমল আউট হন সামির বলে। ভুবনেশ্বরের বলে এলবিডাব্লু হয়ে ডাগআউটে ফিরে যান ডিকওয়ালা। তার ঠিক পরেই আবার সেই ভুবনেশ্বরের বলেই শূণ্য রানে আউট হন পেরেরা। ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে পরে যায় লঙ্কা বাহীনি। কিন্তু কম আলো থাকার ফলে ম্যচ শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। আর কিছুক্ষন চললে হয়তো খেলার ফলাফল অন্যরকম হতেই পারত।

অন্যদিকে, বিরাট কোহলি যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করলেন, সেই মঞ্চেই ভুবনেশ্বর কুমার উইকেট শিকারের হাফ সেঞ্চুরি করলেন। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনি মোট ৫০টি উইকেট শিকার করলেন। তার সুবাদে ম্যাচের সেরা তিনিই নির্বাচিত হলেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zWzlf9

November 20, 2017 at 05:55PM
20 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top