সোশ্যাল মিডিয়া নিয়ে বিজেপিকে খোঁচা রাহুলের

বানসকণ্ঠ (গুজরাট), ১২ নভেম্বরঃ বিজেপির সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নিয়ে খোঁচা দিলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধি। নির্বাচনি প্রচারে এই মুহূর্তে গুজরাটে তিনি। রবিবার তিনি বানসকণ্ঠে কংগ্রেসের আইটি সেলের এক সভায় বলেন, বিজেপির বেতনভূক সোশ্যাল মিডিয়া টিম রয়েছে। সেখানে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমকে বেতন দেওয়া হয় না। তারা যা করে, সত্যি কথা বলার জন্যই করে। শনিবার থেকে গুজরাটে নির্বাচনি প্রচার শুরু করেছেন রাহুল। রবিবারও রাজ্যের বেশ কিছু জায়গায় জনসভা করবেন তিনি। প্রত্যেকটি সভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি-র সমালোচনায় সরব হয়েছেন রাহুল। এদিন তিনি আরও বলেন, কংগ্রেস প্রধানমন্ত্রীর পদকে অসম্মান করে না। তাঁদের কাজ নরেন্দ্র মোদি ও বিজেপির ভুল খুঁজে বের করা।  গত লোকসভা ভোটের আগে থেকেই বিজেপি সোশ্যাল মিডিয়ায় জনসংযোগে জোর দিয়েছে। টুইটার, ফেসবুকে বিজেপির উপস্থিতি দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির থেকে অনেকটাই বেশি। কিন্তু সম্প্রতি তাদের সঙ্গে পাল্লা দেওয়া শুরু করেছে কংগ্রেসও। রাহুল গান্ধি নিয়মিত টুইট করছেন বিভিন্ন ইশ্যুতে। তাঁর কয়েকটি টুইট জনপ্রিয়ও হয়েছে। রবিবার সরাসরি সোশ্যাল মিডিয়া নিয়েই বিজেপিকে আক্রমণ করে বসলেন রাহুল। তিনি বলেন, আমরা জন্মদিনের শুভেচ্ছা জানানোর মতো বিষয়ে টুইট করি না। আমরা বিভিন্ন রাজনৈতিক বিষয়ে টুইট করে থাকি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jlNhLn

November 12, 2017 at 01:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top