ঢাকা, ১২ নভেম্বর- ঢাকাই চলচ্চিত্রে বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেয়ার পর এর ধারাবাহিকতা চালিয়ে যাবেন এটাই স্বাভাবিক ছিল অনন্ত জলিলের জন্য। কিন্তু না নিজেকে গুটিয়ে এনেছেন নাচ, গান, ক্যামেরার চাকচিক্য থেকে। বর্তমানে ব্যবসায়িক সময়ের বাহিরে বাকিটা সময় তিনি ইসলাম প্রচারে কাটাচ্ছেন। দেশের বিভিন্ন মসজিদে তাবলীগ জামাতের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে গিয়েই ইসলামের দাওয়াত দিয়েছেন এই নায়ক। তার প্রতিটি কার্যকালাপ সংবাদ শিরোনাম হচ্ছেন। তবে এবার যোগ হল ভিন্ন মাত্রা। চলচ্চিত্রর পর্দা থেকে এবার তিনি সরাসরি জায়গা করে নিলেন ওয়াজ মাহফিলের প্রধান অতিথি পদে। আগামী ১৭ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ওয়াজ মাহফিলের পোস্টারে ছেয়ে গেছে। পোস্টার সূত্রে জানা গেছে, এলাকার যুবসমাজ-এর উদ্যোগে ১৭ নভেম্বর বাদ আসর ওয়াজ মাহফিল শুরু হবে। তৃতীয় বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবাহ। আর প্রধান অতিথি নায়ক অনন্ত জলিল। ২০১০ সালে খোঁজ দ্যা সার্চ সিনেমার মাধ্যমে অনন্ত জলিলের বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর হৃদয় ভাঙ্গা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম ২ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন। এমএ/০১:০০/১২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zRcIf2
November 12, 2017 at 07:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন