দুবাই, ১২ নভেম্বর- শনিবার দুবাইয়ের অ্যাটলান্টিস প্লাম সেভেন স্টার হোটেলের সিল্ক হলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমিরাতভিত্তিক হালি ম্যানেজম্যান্ট কনসালটেন্সি আয়োজিত চতুর্থতম ইউরোপিয়ান প্রফেশনাল ডক্টরেট কনভোকেশন সিরিমনি। ইউরোপ ও ফিলিপাইনে অবস্থিত আন্তর্জাতিক কনসোর্টিয়াম অল্ডার্সগেট ইনিভার্সিটি এবছর বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া, মিশর ও নাইজেরিয়ারসহ মোট আটটি দেশের ১০ জন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে এই ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এবার বাংলাদেশিদের মধ্যে টোকিও গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ড. মাহবুব আলম মানিক ও আলফালাক গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সিআইপি ড. মোহাম্মদ সেলিম এই ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। এসময় বাংলাদেশ কন্স্যুলেট দুবাইয়ের কন্সাল জেনারেল এস বদিরুজামানকে ও আফগান কন্সাল জেনারেল আবদুল সামাদকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। মিডিয়াতে বাংলাদেশের মাহাবুব হাসান হৃদয় ও দুবাই টিভির তালাল আল হানদাসীকে সাংবাদিকতার জন্য প্রশংসাপত্র তুলে দেয়া হয়। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি এই পর্যন্ত প্রায় ১৯ হাজার ছাত্র-ছাত্রীদের গ্রাজুয়েশন প্রদান করেছে। সূত্র বাংলাদেশ প্রতিদিন আর/১০:১৪/১২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jmtQSR
November 13, 2017 at 04:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top