ভারতীয় জাল রুপিসহ তাহিরপুরে আটক ১

নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।আটককৃত ব্যক্তির নাম মো. মোশারফ হোসেন (৪০)।

গতকাল শনিবার (১১ই নভেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৯। এর আগে গত শুক্রবার (১০ই নভেম্বর ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইজহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। মোশারফ ওই গ্রামের নঈম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৯ সিলেট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান- র‌্যাব-৯ এর সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে মোশারফকে আটক করে। এসময় মোশারফের দেওয়া তত্ত্বে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তির চায়ের দোকান থেকে ২০০টি ৫০০ রুপির জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান- উদ্ধার করা জাল নোটসহ মোশারফকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yT6FX7

November 12, 2017 at 10:33PM
12 Nov 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top