মনভরে খান রেস্তোরাঁয়, জিএসটি একলাফে ৫ শতাংশ

গুয়াহাটি, ১০ নভেম্বরঃ খাদ্যবিলাসীদের জন্য এর চেয়ে বড়ো সুখবর আর হতে পারেনা। এক লাফে অনেকটাই সস্তা হতে চলেছে ফাইন ডাইন। এক ধাক্কায় রেস্তোরাঁয় জিএসটি কমে দাঁড়াল ৫ শতাংশ। পাঁচতারা ছাড়া সমস্ত এসি ও নন-এসি রেস্তোরাঁয় লাগু হতে চলেছে এই নয়া কর হার। এই নতুন নিয়ম চালু হতে চলেছে আগামী ১৫ নভেম্বর থেকে।

আজকের গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে বিভিন্ন মহল থেকে আন্দাজ করা হচ্ছিল ১৮ শতাংশ থেকে কমে এই হার কমে দাঁড়াবে ১২ শতাংশে। কিন্তু সকলকে অবাক করে দিয়ে ৫ শতাংশ জিএসটি দেওয়ার কথা ঘোষণা করল কাউন্সিল।

১ জুলাই জিএসটি হার লাগু হওয়ার পর এসি রেস্তোরাঁয় খাওয়ার বিলে চাপত হত সর্বোচ্চ ১৮‍ শতাংশ কর। অন্যদিকে, নন-এসি রেস্তোরাঁয় খাওয়ার বিলে জিএসটি লাগত ১২ শতাংশ। তবে এবার থেকে এসি হোক বা নন-এসি, রেস্তোরাঁর বিলে দিতে হবে মাত্র ৫ শতাংশ ট্যাক্স।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ji7yBH

November 10, 2017 at 10:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top