ঢাকা, ০২ নভেম্বর- গেল আগস্টেই সেরা চিত্রনায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের আরেক জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের অভিনয় ক্যারিয়ারেও পুরস্কার কম ঝুটেনি। আবার ভারতের মেধাবী অভিনেতা ব্রাত্য বসুও ক্যারিয়ারে কম পুরস্কার পাননি। কিন্তু এবার ভারত-বাংলাদেশের এই অভিনেতারা পাচ্ছেন ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড।-এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানালেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের কাউন্সিল সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রেমেন্দু মজুমদার। প্রতি বছর মেঘে ঢাকা তারা খ্যাত নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের নামে পুরস্কার দেয়া হয় সিনেমা ও থিয়েটারে বিশেষ ভূমিকা রাখা অভিনেতা অভিনেত্রীদের। আর এবার ভারত-বাংলাদেশ থেকে বেশ কয়েকজন অভিনেতাকে দেয়া হচ্ছে এই পুরস্কার। এরমধ্যে বাংলাদেশ থেকে থিয়েটার ও সিনেমায় ভূমিকা রাখার জন্য পুরস্কার দেয়া হচ্ছে আসাদুজ্জামান নূর ও জয়া আহসানকে। ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড-এর কথা জানিয়ে প্রেমেন্দু মজুমদার আরো জানান, সিনেমা ও থিয়েটারের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এবার ভারত-বাংলাদেশ থেকে পুরস্কার পাচ্ছেন আসাদুজ্জামান নূর, ব্রাত্য বসু, জয়া আহসান ও ভিকে জোসেফ। আসছে ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের ৯২তম জন্মদিনে তার জন্মভিটা রাজশাহীতে শুধু ভিকে জোসেফের হাতে এই পুরস্কারটি তুলে দেয়া হবে। আর আগামি ৭ তারিখে বাকি তিনজনের হাতে পুরস্কারটি দেয়া হবে। এমএ/০৯:২৮/০২ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lILHnx
November 03, 2017 at 03:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top