সৌদিতে বাংলাদেশি ২১ হাজি এখনো নিখোঁজ

কুমিল্লার বার্তা ডেস্ক ● সৌদি আরবে চলতি বছর পবিত্র হজব্রত পালন করতে গিয়ে ফেরত আসেননি ১৫২ জন হাজি। এরমধ্যে মারা যাওয়া ১৩১ জনের পাসপোর্টসহ পরিচয় পাওয়া গেছে। আর বাকি ২১ জনের মৃত্যুসনদ বা পাসপোর্ট এখনও পাওয়া যায়নি। ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজে গিয়ে মারা গেলে হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসে হস্তান্তর করে।

এবার ১৩১ জন হাজির পাসপোর্ট ফেরত পাওয়া গেছে। তবে বাকি ২১ জনের পাসপোর্ট বা মৃত্যুসনদ কিছুই পাওয়া যায়নি।

বুধবার হজ পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবে মারা যাওয়া হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ রাজধানীর আশকোনার হজ অফিস থেকে সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। প্রতিদিন অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এগুলো সংগ্রহ করা যাবে। এ জন্য মৃতের ওয়ারিশদের আবেদন করতে হবে। সঙ্গে আনতে হবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশান সার্টিফিকেট।

গত মঙ্গলবার পাসপোর্ট ও মৃত্যুসনদ পাওয়া মৃত হাজিদের তালিকা হজ পোর্টালে প্রকাশ করা হয়েছে। তালিকা পাওয়া যাবে http://www.hajj.gov.bd ওয়েবসাইটে।

The post সৌদিতে বাংলাদেশি ২১ হাজি এখনো নিখোঁজ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2gXXIR3

November 02, 2017 at 09:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top