দিঘা, ১৪ নভেম্বরঃ বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে পরিবহণমন্ত্রীর কনভয়ের সামনে থাকা পাইলট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। এই দুর্ঘটনায় আহত হয়েছে সাতজন। দুর্ঘটনাগ্রস্ত পাইলট কারটির ঠিক পেছনের গাড়িতেই ছিলেন পরিবহণমন্ত্রী।
এ দিন কাঁথিতে সমবায় সপ্তাহের অনুষ্ঠান সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। সকাল সাড়ে এগারোটা নাগাদ নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের ওপরে চণ্ডীপুর মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর কনভয়ে থাকা পাইলট কারটি।
জানা গিয়েছে, এক মহিলা পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরি সরাসরি ধাক্কা মারে পাইলট কারটিতে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে ওই পাইলট কার।
আহত হয়েছেন পাইলট কারের চালক সহ তিন আরোহী। আহত হয়েছেন ঘাতক লরিটির চালক, খালাসি এবং পথচারী ওই মহিলাও। আহতদের হাসপাতালে পাঠিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। লরির চালককে আটক করেছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zJqpK6
November 14, 2017 at 03:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন