টানা দুই ম্যাচ হারার পর সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবারের ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য ছিল স্বস্তি ফেরানোর। লাস পালমাসের কঠোর পরিশ্রমকে ব্যর্থ করে দিয়ে সফল হয়েছে তারা। কাসেমিরো, মার্কো আসেনসিও ও ইসকোর গোলে জিতেছে রিয়াল। তাদের জয়ের ব্যবধান ৩-০ গোলের। আগের ৫ ম্যাচে মাত্র ২টি জয় ছিল রিয়ালের। জিরোনা ও টটেনহ্যাম হটস্পারের মাঠে সর্বশেষ দুটি ম্যাচে হেরেছিল তারা। ওই হতাশা থেকে চ্যাম্পিয়নরা বের হয়ে এলো লা লিগার ১১তম রাউন্ডে। ৭ জয় এবং ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। উঠে এসেছে তিন নম্বরে। শীর্ষে থাকা বার্সেলোনার (৩১) সঙ্গে এখন তাদের ব্যবধান ৮ পয়েন্টের। রিয়ালের সমান ২৩ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেতিকো মাদ্রিদ। ভ্যালেন্সিয়া ২ নম্বরে ২৭ পয়েন্টে। বার্নাব্যুতে মাত্র ৪ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল। করিম বেনজিমা সহজ সুযোগ নষ্ট করেন। ফরাসি ফরোয়ার্ডের শট সরাসরি চলে যায় গোলরক্ষক রাউল লিজোয়াইনের হাতে। ক্রিস্তিয়ানো রোনালদোর বাঁপায়ের স্ট্রাইক গোলবারের পাশ দিয়ে চলে যায় ১৭ মিনিটে। পর্তুগিজ তারকার ফ্রিকিক ২৮ মিনিটে অল্পের জন্য জাল খুঁজে পায়নি। বেনজিমা তার দ্বিতীয় সুযোগ নষ্ট করেন ৩৯ মিনিটে। ডানপ্রান্ত থেকে সুন্দর ক্রস পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। এত সুযোগ নষ্ট হওয়ার আক্ষেপ রিয়াল কাটায় ৪১ মিনিটে। কর্নার কিকে ভেসে আসা বলকে নিখুঁত হেডে জালে জড়ান কাসেমিরো। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। তারপরও অস্বস্তি নিয়ে বিরতির পর মাঠে নামে রিয়াল। তবে সব শঙ্কা দূর করে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। ৫৬ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বল বিপদমুক্ত করেছিলেন পালমাস গোলরক্ষক, কিন্তু বল চলে যায় আসেনসিওর সামনে। বাঁ পায়ের জোরালো শটে লিজোয়াইনকে কোনও সুযোগ না দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। রিয়ালের গোলের ব্যবধানটা ৩-০ গোলের হয় ৭৪ মিনিটে। ডান উইং থেকে নিঃস্বার্থভাবে বল ডিবক্সে পাঠান রোনালদো। ইসকো সুযোগ হাতছাড়া করেননি। স্প্যানিশ তারকা দুর্দান্ত শটে গোল করেন। এমএ/০৯:৩৭/০৬ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hJrCJi
November 06, 2017 at 03:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন