ঢাকা, ০৬ নভেম্বর- আগামী ১৪ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হচ্ছে ৯০ মিনিট স্থায়িত্বের দশ ওভারের ক্রিকেট ম্যাচের টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। চার দিনব্যাপী এই টুর্নামেন্টে দল পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার। রবিবার (০৫ নভেম্বর) আসন্ন এই প্রতিযোগিতাটি নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমান দল পেয়েছেন। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বেঙ্গল টাইগার্স, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কেরালা কিংস ও তামিম ইকবালকে পাখতুন দল তাদের স্কোয়াডে ভিড়িয়েছে। ৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। আসরের দলগুলো হচ্ছে যথাক্রমে টিম শ্রীলঙ্কা ক্রিকেট, বেঙ্গল টাইগার্স, কেরালা কিংস, পাঞ্জাবি লিজেন্ডস, মারাঠা অ্যারাবিয়ান্স এবং পাখতুনসে। ১০০ ক্রিকেটারের অংশগ্রহণে ৬ দলে বিভাজনের মাধ্যমে পরিচালিত হবে এই ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতাটিতে আইকন ক্রিকেটার হিসেবে ছিলেন শোয়েব মালিক, ইয়ন মরগান, রমিজ শাহজাদ ও ভারতের বীরেন্দ্র শেওয়াগ। সূ্ত্র:ব্রেকিংনিউজ.কম.বিডি এমএ/০৯:৩১/০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AaszRW
November 06, 2017 at 03:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top