ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি

নয়াদিল্লি, ৭ নভেম্বরঃ মঙ্গলবার ভারী ধোঁয়াশার চাদর গায়ে দিয়েই ঘুম ভাঙল দিল্লির। অনেক সাবধানতা নিয়েও লাভ হল না। সেই একই অবস্থায় ফিরল রাজধানী দিল্লি। ধোঁয়াশায় দৃশ্যমানতা কমে গিয়েছে ২০০মিটার। দূষণের মাত্রা এতোটাই বেশি দিল্লি জুড়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। দৃশ্যমানতা কম থাকায় সাতটি বিমান দেরিতে উড়েছে। লখনউ থেকে দিল্লি আসার একটি বিমানকে আগ্রায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। বহু ট্রেন দেরিতে চলছে।

বায়ুদূষণের হাত থেকে বাঁচতে বছরের প্রথম থেকেই একাধিক পরিকল্পনা নিয়েছিল দিল্লি সরকার। দিপাবলিতে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তারপরেও এই পরিস্থিতি উদ্বেগে ফেলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেও। বায়ু দূষণ যাতে না হয় সেকারণে আগে থেকেই এবছর হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তর প্রদেশে শুকনো ফসল পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবুও ভারী ধোঁয়াশার কবলে দিল্লিবাসি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2haLLY5

November 07, 2017 at 06:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top