৪ নভেম্বর হঠাৎ করেই বিয়ে করলেন কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তারকা উপস্থাপক আমব্রিন। টরন্টোর একটি কোম্পানিতে চাকরি করছেন তৌসিফ। বিয়ের আগে খুব বেশি দেখা হয়নি আমব্রিন ও তৌসিফের। এমনকি বিপিএল আসরে আমব্রিনের করা উপস্থাপনাও দেখেননি বলে জানান তৌসিফ। এ বিষয়ে তৌসিফ বলেন, সত্যি বলছি, বিপিএল সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আমব্রিনের কোনো অনুষ্ঠান কিংবা অভিনয়, কিছুই আমি দেখিনি। তবে এখন আমি আমব্রিনের অনেক বড় একজন ভক্ত। আমব্রিন অনেক মেধাবী। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিয়ের আগে মাসখানেক প্রেম করেছেন তৌসিফ ও আমব্রিন। বাংলাদেশ থেকে ফেসবুকের মাধ্যমে তৌসিফের সঙ্গে পরিচয় হয় আমব্রিনের। পরিচয়ের পর মুঠোফোন ও মেসেঞ্জারের মাধ্যমে তাঁদের কথাবার্তা হতো। অল্প কিছুদিনের মধ্যে তৌসিফ তাঁর জীবনে আমব্রিনকে উপযুক্ত মনের মানুষ হিসেবে মনে করেছেন এবং বিয়ের প্রস্তাবও খুব দ্রুত দেন। আমব্রিনের প্রশংসা করে তৌসিফ আরো বলেন, আমব্রিন খুব নম্র এবং খাঁটি একজন মানুষ। আমব্রিন একসময় মডেলিং ও অভিনয় করতেন। এখন উপস্থাপনা তাঁর একমাত্র লক্ষ্য। মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দেশ-বিদেশের ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া ছাড়াও অনেক শোবিজ তারকার সাক্ষাৎকার নিয়েছেন আমব্রিন। উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখেন তিনি। তথ্যসূত্র: এনটিভি অনলাইন এআর/১৮:৪৮/০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hcgF2w
November 08, 2017 at 12:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top