আইজলের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় লাল-হলুদ শিবির

কলকাতা, ২৮ নভেম্বরঃ আইজলের বিরুদ্ধে মঙ্গলবার ঘরের মাঠে খেলতে নামার আগে দুশ্চিন্তায় লাল-হলুদ শিবির। খেলোয়াড়দের চোট সমস্যা ভোগাচ্ছে ইস্টবেঙ্গলের কোচ খালিদ জামিলকে। সোমবার সকালে অনুশীলন করতে গিয়ে সল্টলেকের মাঠে আঘাত পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডুয়ার্ডো। যদিও কোচ জানিয়েছেন এডুর চোট অতটা গুরুতর নয়। যদিও ইস্টবেঙ্গলের অধিনায়ক অর্ণব মন্ডলের চোটই কোচের চিন্তার বড়ো কারণ। তাই মঙ্গলবার আইজলের বিরুদ্ধে প্রথম একাদশে অর্ণব মন্ডলের থাকা, না থাকা নিয়ে দোটানায় কোচ। ফলে কোচ জানিয়ে দিলেন, অর্ণব খেললে ওই অধিনায়ক। আর না খেললে, কাল ঠিক করব অধিনায়কের নাম। তবে অর্ণবের না থাকারই সম্ভবনাই বেশি।

গতবারের আই লিগ চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে নামার আগে কিছুটা চাপে খালিদ জামিল। তিনি বলেন, শুধু চাপে নয়, আমি নার্ভাসও। আইজলের বিরুদ্ধে জিততে হলে সবটা উজার করে দিতে হবে ফুটবলারদের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2k7QfDP

November 28, 2017 at 01:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top