ঢাকা, ২৪ নভেম্বর- বৃহস্পতিবার দিবাগত রাত ২টা নাগাদ উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী মারা গেছেন । রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাত আড়াইটায় মৃত্যুর খবর নিশ্চিত করার পর বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী ভোর ৪টার দিকে বলেন, বাবার মরদেহ দাফন করা হবে নেত্রকোনা জেলা সদরের চল্লিশা বাজারের কার্লি গ্রামে নিজস্ব বাউলবাড়িতে। তিনি বলেন, বাবা (বারী সিদ্দিকী) জীবদ্দশায় বলেছিলেন তার মরদেহ যেন বাউলবাড়িতে দাফন করা হয়। তার ইচ্ছে অনুযায়ী সেখানেই শুক্রবার বাদ আসর দাফন করা হবে। নেত্রকোনায় বাউলবাড়িতে নেয়ার আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভিতে) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন বারী সিদ্দিকী। এরপর অচেতন অবস্থায় তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। কয়েক বছর ধরে বারী সিদ্দিকী বহুমূত্র রোগ ও কিডনিজনিত রোগে ভুগছিলেন। সূত্র: জাগো নিউজ২৪ আর/০৭:১৪/২৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i0Wtog
November 24, 2017 at 02:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন