এবারের আসরে অংশ নিচ্ছে মোট সাত দল। দলগুলো হচ্ছে,ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স, রাজশাহী কিংস ও সিলেট সিক্সার্স। কাল ৪ নভেম্বর সিলেট-ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের যাত্রা। আসন্ন আসরকে সামনে রেখে ইতোমধ্যে সিলেট পৌঁছে গেছে অংশগ্রহনকারি দল গুলো। কাল স্বাগতিক সিলেট সিক্সার্স এর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। এবারের আসরে ম্যাচের সংখ্যা ৪৬। প্রথম পর্ব, এলিমিনিটির, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। আর ভেন্যুর সংখ্যা তিন। তার আগে চলুন দেখে নিই দুই দলে কারা আছেন। নতুন নিয়ম অনুযায়ী একাদশে ৫ জন বিদেশী খেলতে পারবে। ঢাকা ডায়নামাইটস: বাংলাদেশি খেলোয়ারঃ সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম। বিদেশি খেলোয়ারঃ কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারাইন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন। সিলেট সিক্সার্স: বাংলাদেশি খেলোয়ারঃ সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরিফউল্লাহ। বিদেশি খেলোয়ারঃ দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্লানকেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মুদাসসির খান। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১০:৩০/০৩ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j13LbS
November 03, 2017 at 10:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top