নয়াদিল্লি, ৩ নভেম্বরঃ টোল প্লাজার লাইনে আর দীর্ঘক্ষন দাড়িয়ে থাকতে হবে না। সরকারি নির্দেশ অনুযায়ি এবার থেকে পত্যেক চার চাকা গাড়িতে থাকতে হবে FASTag ডিভাইস। যার মাধ্যমে সরাসরি টোল ট্যাক্স দেওয়া যাবে।
১ ডিসেম্বর থেকে সমস্ত নতুন চার চাকার গাড়ির উইন্ডস্কিনে FASTag ডিভাইস বসানোর নির্দেশ দিল কেন্দ্রিয় সড়ক ও পরিবহন মন্ত্রক। এই যন্ত্রে রয়েছে আরএফআইডি প্রযুক্তি। যার সাহায্যে সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করে টোল ট্যাক্স দেওয়া যাবে। এর ফলে টোল প্লাজায় কর দিতে আর দাড়িয়ে থাকতে হবে না।
এই নির্দেশ অনুযায়ী, গাড়ি কেনার পর তা নতিভুক্ত করার আগেই উইন্ডস্কিনে FASTag ডিভাইস বসাতে হবে। জানা গিয়েছে এই যন্ত্র ট্যাগ অনুমোদনকারী সংস্থার থেকে কিনতে হবে ও তার সাথে গাড়ির মালিকের অ্যাকাউন্ট লিংক করতে হবে। প্রয়জন অনুসারে ট্যাগটি রিচার্জ করা য়াবে। বর্তমানে দেশের জাতিয় সড়কগুলির ওপর প্রয় ৩৭০ টি টোল প্লাজায় FASTag কাজ করছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ad1eiG
November 03, 2017 at 03:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন