২০১৮-র প্রথম কন্যাসন্তান পাবে বিনা খরচে পড়াশোনার সুযোগ!

সুরমা টাইমস ডেস্ক:: ২০১৮ সালের প্রথম কন্যাসন্তান পাবে বিনা খরচায় পড়াশুনার সুযোগ। স্নাতক স্তর পর্যন্ত বিনা খরচে পড়াশুনার সুযোগ পাবে সে। নতুন বছরে কন্যাসন্তানকে স্বাগত জানাতে এমনই পদক্ষেপ নিচ্ছে বৃহৎ বেঙ্গালুর মহানগর পালিকে।

বিবিএমপি-র জানাচ্ছে,আগামী ১লা জানুয়ারি শহরের কোনও পুর হাসপাতালে যে কন্যাসন্তান প্রথম জন্মগ্রহণ করবে, তার স্নাতক হওয়া পর্যন্ত পড়াশোনার যাবতীয় খরচ মেটাবে বিবিএমপি। বেঙ্গালুরুর মেয়র আর সম্পত রাজ একথা ঘোষণা করেছেন। বিবিএমপি-র মতে কন্যাসন্তান পরিবারের দায় নয় এই সচেতনাই প্রচার করতে চাইছেন তাঁরা। তাই নতুন বছরের প্রথম দিনে শহরের যে কোনও পুর হাসপাতালে ভূমিষ্ঠ হওয়া কন্যাসন্তান স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনার সব খরচ পাবে।

প্রথম নর্মাল ডেলিভারিতে হওয়া মেয়ের যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকাও দেওয়া হবে বলে জানিয়েছে বিবিএমপি। সেই আমানতের ওপর সুদের টাকাতেই পড়াশুনার খরচ চলবে মেয়েটির। ফলে বাবা-মাকে কোনও আর্থিক দায়িত্ব নিতে হবে না সেই মেয়ের।

মেয়র বলেন, যে গর্ভবতী মহিলারা পুর হাসপাতালে সন্তান প্রসব করাতে যান, তাঁরা গরিব ও দুস্থ পরিবার থেকে আসা। দুর্ভাগ্যের বিষয়, তাঁদের ধারণা, মেয়ে হলে তাকে বড় করে তোলার বিরাট খরচ। তাই সে অবাঞ্ছিত, বোঝা।

পুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ৩১শে ডিসেম্বরের ঠিক মধ্যরাত থেকে প্রথম এক ঘন্টার মধ্যে ভূমিষ্ঠ সব কন্যাসন্তানের জন্মের সময় রেকর্ড করবেন। সেখান থেকেই বোঝা যাবে, কোন মেয়ে সবার আগে জন্মেছে। মেয়রের বক্তব্য, সিজারিয়ান পদ্ধতিতে যে কোনও সময় বাচ্চার জন্ম হতে পারে, তাই ডাক্তারদের সিদ্ধান্ত, শুধু স্বাভাবিক পদ্ধতিতে জন্ম হওয়া কন্যাসন্তানকেই পুরস্কার দেওয়া হবে।

বেঙ্গালুরে প্রায় ৪০টি স্বাস্থ্যকেন্দ্র আছে, যার ২৬টিতে মহিলা ওয়ার্ড রয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zQa4Bw

December 31, 2017 at 12:44AM
31 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top