সুরমা টাইমস ডেস্ক:: ‘গর্ভে আফ্রিদির সন্তান’ কিছুদিন আগে এই বলেই বোমা ফাটিয়েছিলেন আরশি খান। এবার হুমকি নয়, পানীয়ের নেশায় বুঁদ হয়ে লাস্যময়ী বিগ বসের প্রতিযোগী আরশি প্রকাশ করলেন তাঁর মনের গোপন কথা।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি নাকি একবারের জন্যও ফিরে তাকান না তাঁর দিকে। ঝক্কি নিয়ে আফ্রিদির বাচ্ছার মা হওয়ায় গুজব রটিয়ে খবরের শিরোনামে উঠে এসেও কাজ হয়নি। তোলপাড় করা বিতর্কের পরও তাঁকে পাত্তা দেননি আফ্রিদি।
সেটাই আঘাত করেছে ‘আফ্রিদি ভক্ত’ আরশিকে। ব্যাথা আর লুকিয়ে রাখবেন কতদিন। পারলেন না, অন্যদের মতো তিনিও পারলেন না। গলায় দু’পাত্র পড়তেই গড়গড়িয়ে বেরিয়ে পড়ল মনের ব্যাথাগুলো।
মডেল আরশি আপসোস, ‘আফ্রিদি তোমার জন্যই তো বদনাম হলাম, আর তুমিই ফিরিয়ে দিলে, এখন কে গ্রহণ করবে আমায়?’
আরশি মডেল কাম অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিও আদ্যেও তিনি সত্যিই মদ্যপ ছিলেন কিনা সেই নিয়ে তর্ক চলতে পারে। তবে এই ভিডিও’র হাত ধরে বছর শেষে সোশ্যাল মিডিয়ায় ফের হইচই ফেলে দিয়েছেন বিতর্কিত এই মডেল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CsFGQK
December 31, 2017 at 12:56AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.