ঢাকা, ২৪ ডিসেম্বর- সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাস্পিয়নশিপে শিরোপার গৌরব কুড়ালো বাংলাদেশ। ফাইনালে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় কুড়ায় বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রধমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর শেষ পর্যন্ত তা রাখে সামসুন্নাহাররা। রোববার কমলাপুর স্টেডিয়ামে হাজার পাঁচেক দর্শক উপস্থিতির ফাইনালে ৪১ মিনিটে গোলটি করেন সামসুন্নাহার। নীলার থ্রু পাস ধরে বল নিয়ে এগিয়ে যান তহুরা। তার বাড়ানো বলে বক্সে ঢোকেন সামুন্নাহার। সামসুন্নাহার বল হারিয়ে ফেললে তা পেয়ে যান আনুচিং, তার শট ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে আসলে ফিরতি বলে গোল করেন সামসুন্নাহার (১-০)। উল্লেখ্য, প্রতিযোগিতায় কোনো গোল না খেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আরও পড়ুন: বার্সার জয়ের দিনে মেসির দারুণ কীর্তি নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লিগের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মার্জিয়ারা জিতেছিলেন ৩-০ ব্যবধানে। লিগের শেষ ম্যাচেও ভারতকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এআর/১৮:৩৫/২৪ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2C2Nfxk
December 25, 2017 at 12:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন