সিডনি, ২৪ ডিসেম্বর- চারিদিকে বিরাট কোহলির জয়গান। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সমান ভাবেই এগিয়ে চলছেন ভারত দলের অধিনায়ক। একের পর এক কিংবদন্তিকে পেছনে ফেলে দুরন্ত গতিতে ছুঁটে চলছেন এ তারকা। তবে টেস্টে বিরাটের থেকে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে এগিয়ে রাখছেন শেন ওয়ার্ন। সম্প্রতি অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এ কিংবদন্তি লিখেন, টেস্টে বিরাটের থেকে সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট এবং ১৯৪টি এক দিনের ম্যাচে ২৯৩ উইকেট রয়েছে ৪৭ বছর বয়সী এই ক্রিকেট তারকার। স্মিথকে সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান উল্লেখ করে ওয়ার্ন বলেন, তিন ফরম্যাটেই বিরাট ভাল পারফর্ম করছে। তবে গত পাঁচ বছরে টেস্টে স্মিথই সেরা। আরও পড়ুন: আগামী বিপিএলে যে দলের সাথে চুক্তি করেছেন মাশরাফি স্পিনের কিং খ্যাত অজি তারকা বলেন, পরিসংখ্যান দেখে সেরা ব্যাটসম্যান নির্ধারণ করতে চাই না। বরং কোন ব্যাটসম্যান কেমন খেলছেন আর ওই ম্যাচটি কোন দিকে প্রভাবিত হয়েছে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এভাবেই আমরা হিরোদের মূল্যায়ন করি। স্মিথ পৃথক কন্ডিশনে ভালো ব্যাটিং করতে পারে ইঙ্গিত করে ওয়ার্ন বলেন, ইংল্যান্ডের পেস বান্ধব, অস্ট্রেলিয়ায় সুইম বান্ধব ও ভারতের স্পিনিং বান্ধব পিচে যে ভাল ব্যাটিং করে সেই সেরা। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Da04Ff
December 25, 2017 at 12:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top