মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা, গণসাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচির পূর্বে পরিষদের বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী।
বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাক্তার নূরুল ইসলাম, বিশ্বনাথ ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক এনামুল হক, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের কলেজের সহকারি অধ্যাপক ইলিয়াছুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আনহার আলী।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা কাসমীর সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম ভূইয়া, পল্লী বিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ বর্মণ, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, উপজেলা একাডেমীর সুপার ভাইজার ফজলুল হক, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজমুল ইসলাম, উপজেলা সদরের পুরান বণিক সমিতির কমিশনার দিলবর আহমদ প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2A6dgda
December 09, 2017 at 06:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন