মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে নতুন একাডেমীর নামকরণ-সীমানা নির্ধারণ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে খাজাঞ্চীগাঁও সিএম খান সড়কে পাশে জহুরা-উসমান খান একাডেমী নামে নতুন একাডেমীর সীমান নির্ধারণ করা হয়। একাডেমীর ভবন নির্মাণের শীঘ্রই ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে। এ উপলক্ষে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন খান, আম্বিয়া খানম, গিয়াস উদ্দিন খান (পংকি), জাহির খান, আবদুল গফ্ফার (চুনু মিয়া), মোহাম্মদ খান (মাহমদ খান), লুদু মিয়া, জিতু খান, রুস্তম খান, ছুরত খান, ধনাই খান, রহিম খান, কামাল খান, আছকির আলী, আজমান আলী, হাফিজুর রহমান, নুরুজ আলী, জফর আলী, তেরাব আলী, আপতাব আলী (গেদা), আনোয়ার খান, ফয়াজ খান, তোতা মিয়া, মারজান খান, শাইস্ত খান, আবাব খান, শুকুর খান, দিস্তার খান, দুলাল খান, লকুছ খান, আসরাফ, ময়নুল খান, রিয়াজ মিয়া প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2A7KOb6
December 09, 2017 at 06:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.