সুরমা টাইমস ডেস্ক :: হাজারো ছাত্রের শিক্ষক, বিয়ানীবাজারের পঞ্চখন্ড হরগোবিন্দ (পিএইচজি) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ সিনিয়র শিক্ষক ও বিয়ানীবাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপদেষ্টা মাষ্টার মোঃ রুহুল আমিন (ফাত্তাহ মাস্টার) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল ২টার দিকে তিনি হার্ট এ্যাটাকে আক্রান্ত হলে সাথে সাথে তাঁকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কয়েকঘন্টা নিবীড় পর্যবেক্ষণে (সি.সি.ইউ) থাকার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টা ১০ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত এ শিক্ষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়া মাত্র পুরো বিয়ানীবাজারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাতেই মরহুমের পৌরশহরের দাসগ্রামস্থ বাড়িতে ছুটে যান নানা শ্রেনীপেশার মানুষ।
শুক্রবার বিকাল ৩টায় প্রয়াত এ শিক্ষকের দীর্ঘদিনের কর্মস্থল পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে তাঁর গ্রাম মাথিউরা উত্তরপাড়ের পারিবারিক কবর স্থানে সমাহিত করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চাঁর পুত্র, তিন কন্যা, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বিয়ানীবাজারের পরিচিতমুখ মাষ্টার রুহুল আমিনের মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খাঁন, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাপাদার, বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলী আহমদ, খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের প্রাক্তন প্রধান শিক্ষক লায়ন মতিউর রহমান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল হোসেন, গোলাবশাহ সমাজকল্যাণ সংস্থার সভাপতি রফিক উদ্দিন তোতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সহ-সভাপতি ময়নুল ইসলাম ও আলহাজ্ব নাজিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুদ্দিন মাখন, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বাবুল ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ বাবুল, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী শামসুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, উপজেলা বিএনপি সভাপতি নজমুল হোসেন পুতুল, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, সাংগঠনিক সম্পাদক নজরুল খান, পৌর বিএনপি সভাপতি আবু নাসের পিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আবু আহমেদ সাহেদ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, বিয়ানীবাজার প্রেসক্লাব’র সাবেক সভাপতি মাষ্টার আব্দুর রহিম ও খালেদ জাফরী, বর্তমান সভাপতি আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, এম.হাসানুল হক উজ্জল, সাধারন সম্পাদক মিলাদ মোঃ জয়নুল ইসলাম, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন’র সভাপতি আহমেদ ফয়সাল, সাধারণ সম্পাদক শাবুল আহমেদ, কোষাধ্যক্ষ সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার রিপোর্টারস ইউনিটির সভাপতি সাদেক আজাদ, সাধারণ সম্পাদক শাহিন আলম হৃদয়, কোষাধ্যক্ষ সুয়াইবুর রহমান স্বপন, সাপ্তাহিক নবদ্বীপ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল বাছিত টিপু, দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, যুগভেরী প্রতিনিধি শিপার আহমেদ পলাশ, জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zExsTm
December 01, 2017 at 02:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন