জলপাইগুড়ি, ১ ডিসেম্বরঃ উপযুক্ত সাক্ষ্যপ্রমানের অভাবে দীর্ঘ ১৫ বছর পর বেকসুর খালাস পেলেন টম অধিকারি, মিল্টন দাস সহ ৩৩ জন বিচারাধীন কেএলও। শুক্রবার নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলা বিচারক।
উল্লেখ্য, ২০০২ সালে ১৭ আগস্ট ধুপগুড়ি সিপিএম দলীয় কার্যালয়ে কেএলও জঙ্গি হামলার ঘটনা ঘটছিল। জঙ্গিদের গুলিতে বাম পরিচালিত জলপাইগুড়ি জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ গোপাল চাকী, দলীয় সদস্য গনেশ রায়, সুবোধ রায়, দুলাল রায় এবং গোপাল শীল হয়ে মারা যান। আহত হয়েছিলেন দলের ১১ জন কর্মী। এরপর কেএলও জঙ্গি টম, মিল্টন, নিত্যানন্দ সহ মোট ৩৯ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছিল।
এই মামলায় অভিযুক্তদের পক্ষে শুভ্রাংশু চাকী, দীপক দত্ত, অভিজিত সরকার, সুমন সাহারার মত আইনজীবী ছিলেন। অভিজিত সরকার জানান, দীর্ঘ ১৫ বছর ধরে এই মামলা চলার পর অবশেষে সাক্ষ্য প্রমানের অভাবেই অভিযুক্ত ৩৩ জন প্রাক্তন কেএলও দের জেলা ও দায়রা আদালত এদিন রেহাই দেন।
সংবাদদাতাঃ পুর্নেন্দু সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2khwtG5
December 01, 2017 at 02:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন