রায়গঞ্জ, ১২ ডিসেম্বরঃ একটি যাত্রীবাহী ছোট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ১ জনের, আহত ৬। আশঙ্কাজনক১ জন। ঘটনাটি ঘটছে রায়গঞ্জ থানার সোনাবাড়ি এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। জানা গিয়েছে, কালিয়াগঞ্জগামী একটি বেসরকারি স্কুল বাসকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী ছোট গাড়িটি রায়গঞ্জের অভিমুখে থাকা একটি বাইককে সরাসরি ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বাসটিকে ধাক্কা মারে। স্কুল বাসটির ক্ষতি হলেও বাসযাত্রী স্কুল পড়ুয়াদের কোনো ক্ষতি হয়নি। তবে যাত্রীবাহী ছোট গাড়ির ৪ আরোহী আহত হয়। গুরুতর আহত হন এক বাইক আরোহী, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্য বাইক আরোহীর।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কর্নজোড়া ফাঁড়ি ও রায়গঞ্জ থানার পুলিশ। এই ঘটনার জেরে ১০এ রাজ্য সড়ক যানজট তৈরি হলে তা স্বাভাবিক করে পুলিশ। জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। যদিও চালক পলাতক।’
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2jBWT5p
December 12, 2017 at 08:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন