২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফের ভারতে , হতে যাচ্ছে


সুরমা টাইমস ডেস্কঃঃ ফের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে ভারত। ২০২৩ সালে এককভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দেশটি। এর আগে তিনবার (১৯৮৭, ১৯৯৬ ও ২০১১) ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে ২০২৩ সালেই প্রথম একক আয়োজক হতে যাচ্ছে ভারত।

সোমবার (১১ ডিসেম্বর) দিল্লিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিশেষ সাধারণ সভায় বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ হয়। সভায় ২০২৩ সাল পর্যন্ত ভারতের ফিউচার ট্যুর প্রোগ্রামও (এফটিপি) ঘোষণা করা হয়।

২০১৯ বিশ্বকাপের আয়োজন করছে ইংল্যান্ড ও ওয়েলস। বিসিসিআইয়ের অনুমোদিত এফটিপিতে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সর্বমোট ৮১টি ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে। এ সময় ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ খেলবে ভারত।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AwJfrf

December 12, 2017 at 08:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top