মুর্শিদাবাদ, ১৬ ডিসেম্বর- পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে জোর ধাক্কা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল ছেড়ে ফের কংগ্রেস ফিরলেন তিন শতাধিক কংগ্রেস নেতা-কর্মী। শুক্রবার তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন খোদ অধীরবাবু। কর্মীদের তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসাকে স্বাগত জানিয়ে অধীরবাবু বলেন, মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে ভালোবাসে। আমি জানি তাঁরা কংগ্রেসকে শক্তিশালী করবেনই। তৃণমূলের অপচেষ্টাকে তাঁরা ব্যর্থ করবেনই। এদিন শুধু কংগ্রেস ছেড়েই নয়, আরএসপি ও সিপিএম ছেড়েও অনেকে কংগ্রেসে যোগ দেন। বড়ঞার কুলি, খোরজুনা গ্রাম পঞ্চায়েতের এইসব কর্মীরা কংগ্রেসে যোগ দেওয়ায় এলাকায় কংগ্রেস আরও শক্তিশালী হল বলে মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরবাবু ছাড়াও এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়ঞার বিধায়ক প্রতিমা রজক, কান্দির কংগ্রেস সভাপতি সফিউল আলম প্রমুখ। এদিন তৃণমূল ছেড়ে কর্মীদের কংগ্রেসে ফিরে আসা প্রসঙ্গে অধীরবাবু একহাত নেন তৃণমূলকে। তিনি বলেন, কংগ্রেসকে জোর করে দুর্বল করা যাবে না। কারণ কংগ্রেস আছে মানুষের অন্তরে। যাঁরা কংগ্রেস করেন, তাঁরা অন্তর থেকে ভালোবেসে কংগ্রেস করেন। সেখানে যতই লোভ দেখাক তৃণমূল, সব লোভ সংবরণ করে মানুষ কংগ্রেসেই ফিরে আসবেন। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেস জোর করে কংগ্রেসকে দুর্বল করতে পারবে না। এই এলাকার মানুষ কংগ্রেসকে প্রাণ দিয়ে ভালোবাসে। প্রাণপণ চেষ্টায় করেই তাঁরা কংগ্রেসকে ফের বিজয়ী করবেন। তৃণমূলের হিংসার রাজনীতিকে রুখে দেবেন এলাকার মানুষ। কংগ্রেস আর শক্তিশালী হরবে জেলায়। যত নির্বাচন আসবে, ততই মানুষ কংগ্রেসের দিকেই ঢলে পড়বেন। উল্লেখ্য, মুর্শিদাবাদে এতদিন একচ্ছত্র আধিপত্র বিস্তার করলেও অধীর চৌধুরীর ক্ষমতা খানিক খর্ব হয়েছে তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর। একের পর এক পুরসভা, পঞ্চায়েত, এমনকী জেলা পরিষদ ভোটে না জিতেও দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এতদিন তৃণমূল দাঁত ফোটাতে না পারলেও নিজের দুর্গেই একা হয়ে গিয়েছিলেন অধীর। কিন্তু তিনি যে একা নন, মুর্শিদাবাদের মানুষ তাঁর সঙ্গে আছেন, তার প্রমাণ দিতে এই পঞ্চায়েতকেই বেছে নিয়েছেন রবীন হুড। তাঁর কথায়, এই জেলায় ফের পঞ্চায়েত যুদ্ধে জয়ী হবে কংগ্রেসই। তথ্যসূত্র: Bengali.oneindia আরএস/১০:০০/১৬ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zgSXfj
December 16, 2017 at 05:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন