কলকাতা, ১৬ ডিসেম্বর- এবার প্রকাশ্যেই দিলীপবাবু রাজ্য বিজেপিতে মুকুল রায়ের কর্তৃত্ব অস্বীকার করলেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায় ফের স্পষ্ট হল বিজেপির অন্তর্কোন্দল। একেবারে দ্ব্যর্থহীনভাষায় জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গে দলটা চালাই আমি। এখানে কারও নির্দেশে পঞ্চায়েত ভোট হবে না। ভোট পরিচালনা করবে ভারতীয় জনতা পার্টি, ব্যক্তিগতভাবে কেউ নন। শুক্রবার উত্তর ২৪ পরগনার বসিরহাটে একটি কর্মিসভায় যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, এবার কি বিজেপির হয়ে পঞ্চায়েত ভোট পরিচালনা করবেন মুকুল রায়? এই বাউন্সার পেয়েই মুকুল রায়ের ক্যাপ্টেন তা সপাটে উড়িয়ে দেন। পরিষ্কার বলেন, কারওর নির্দেশে পঞ্চায়েত ভোট হবে না। এই ভোট হবে দলগত সিদ্ধান্তে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো মুকুল রায়কেই দায়িত্ব দিচ্ছে পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য? জবাবে দিলীপবাবু বলেন, কে কী করছে তা আমি বলতে পারব না। এটুকু বলতে পারি- পশ্চিমবঙ্গে দলটা আমি চালাই। এখানে আমার কথাই শেষ কথা। আমি বলছি ভোট কেউ ব্যক্তিগতভাবে পরিচালনা করবেন না। উল্লেখ্য, মুকুল রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা তৈরি হওয়ার সময় থেকেই দিলীপ ঘোষ হঠাৎ অন্য সুরে বাজতে শুরু করেছিলেন। প্রথমে মুকুল রায়ের হয়ে গলা ফাটালেও, পরবর্তী সময়ে মুকুল রায়কে চাটনি ও ঘৃতের সঙ্গে তুলনা করেছিলেন। মুকুল রায় অবশ্য পরস্পরের মধ্যে ইগোর লড়াই আটকাতে প্রথম থেকেই দিলীপ ঘোষকে তাঁর নেতার মর্যাদা দেন। এমনকী তিনি প্রকাশ্যেই বলেন, দিলীপদা হল আমার ক্যাপ্টেন। আমার নেতা। দিলীপ ঘোষ পাল্টা মুকুল রায়কে তাঁর দলের ধোনি বলে সম্বোধন করেন। কিন্তু মাঝেমধ্যেই উভয়ের সম্পর্কের তাল কেটে যায়। ফের মুকুল রায়কে নির্বাচন কমিটির মাথায় বসানোর খবর প্রকাশ্যে আসতেই দিলীপ ঘোষ সটান বলে দিলেন, তিনিই নেতা, তাঁর পরিচালনাতেই দল চলে রাজ্যে। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে। উল্লেখ্য, মুকুল রায় দলে যোগদানের আগে দিলীপ ঘোষ আরএসএসের কাছে আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন বলেও খবরে প্রকাশ। সেই চিঠিতে তিনি তাঁকে আরএসএস-এ ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন। বিজেপি রাজ্য সভাপতি পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন সেই চিঠিতে। কিন্তু বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায় দিলীপ ঘোষকে প্রথম ফোন করতেই বরফ গলে জল হয়। কিন্তু ক্ষমতার শৈত্যে ফের সেই জল জমে বরফ হতে শুরু করেছে। তথ্যসূত্র: অনলাইন ইন্ডিয়া এআর/১০:৪৫/১৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yH0AZ3
December 16, 2017 at 04:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top