কলম্বো, ৩০ ডিসেম্বর- বাংলাদেশের ক্রিকেটের যখন বেহাল দশা,ঠিক তখন দলের দায়িত্ব নেন হাথুরুসিংহে।তার হাত ধরেই আসে একের পর এক সফলতা।ফলে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।ওয়ানডে ক্রিকেট পেতে থাকে একের পর এক সাফল্য। তার অধীনেই প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে বাংলাদেশ দল। হাথুরুর হাত ধরে শুধু ওয়ান্ডেই নয় টেস্টেও বড় ধরনের পরিবর্তন আসে। ঘরের মাঠে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারানোর পর জয় পায় শ্রীলঙ্কার মাটিতেও। তবে দলের সাফল্য ছাড়িয়ে প্রত্যেক সিরিজেই তাকে ঘিরে কিছু না কিছু বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে দলের সাথে দক্ষিণ আফ্রিকা সফরটা নিয়ে প্রথম থেকেই তার (চন্ডিকা হাথুরুসিংহে) একটা অসন্তুষ্টি ছিল।গুঞ্জন উঠেছিলো দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতা এবং দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে মনমালিন্য হওয়ায় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। উদাহরণ হিসেবে, সাকিব টেস্ট খেলতে যাবে না এটাও সে মেনে নিতে পারেনি। তার কথা, সাকিব কেন খেলবে না? এমন গুরুত্বপূর্ণ একটা সফরে এমন গুরুত্বপূর্ণ খেলোয়াড় কেন দেশের হয়ে খেলবে না! আরও পড়ুন: ম্যাচ রেফারিকেও হুমকি দিয়েছিলেন সাব্বির! পদত্যাগের আনুষ্ঠানিকতা সারতে বাংলাদেশে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে এমনটাই বলেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। হোটেল র্যাডিসন ব্লুতে হাথুরুসিংহের সঙ্গে সাক্ষাৎকার শেষে গণমাধ্যমে বলেছিলেন নাজমুল হাসান। তবে হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। সেখানে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরুসিংহে সরাসরি জানিয়েছেন, সাকিবকে নিয়ে এরকম মন্তব্য তিনি করেননি। বিসিবি সভাপতি যা বলছে তা সত্য নয়। লঙ্কান কোচ বলেন, মি. নাজমুল হাসান খুব চালাক, বুদ্ধিমান মানুষ। তিনি কিছু কারণে ওই মন্তব্য ব্যবহার করেছে। হয়ত সাকিবকে ফায়ার আপ করার জন্য কাজটা করতে পারেন। সাকিবকে এখন অধিনায়ক করা হয়েছে। এ ধরণের পরিস্থিতি সামলে নিতে তিনি খুবই বুদ্ধিমান। সূত্র: গোনিউজ২৪ এফ/১৭:৩৫/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EjRup5
December 30, 2017 at 11:38PM
30 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top