অভিভাবক না থাকার অজুহাতে ছাতকে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে

ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে অভিভাবক না থাকার অজুহাতে রিকশাচালক সুন্দর আলীর (৪৫) বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা তদন্ত হবে।

এ জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস।

মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁওর সুরুজ মিয়ার ছেলে রিকশাচালক সুন্দর আলী দুই সহযোগীকে নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসেন।

কিন্তু কর্তব্যরত দুই চিকিৎসক অভিভাবক না থাকার অজুহাতে তাকে ভর্তি করেননি এবং চিকিৎসাও দেননি। এর পর স্বাস্থ্য কমপ্লেক্সে থাকাবস্থায় গত বুধবার দুপুরে সুন্দর আলী বিনা চিকিৎসায় মারা যান।

এ বিষয় সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস বলেন, ‘ওই রোগীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা ডাক্তার ও সংশ্লিষ্টদের অবহেলা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’

জানা গেছে, রিকশাচালক সুন্দর আলীর মৃত্যুর ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2luqwSP

December 30, 2017 at 05:48PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top