পোর্ট এলিজাবেথ, ২৭ ডিসেম্বর- ৯ উইকেটে ৩০৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা। টেস্টের পাহাড়সমান সংগ্রহ বলা যাবে না এটাকে। তবু দুই ইনিংস মিলিয়েও এই রান টপকাতে পারলো না জিম্বাবুয়ে। পোর্ট এলিজাবেথে চারদিনের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে দুইদিনেই হেরে গেল গ্রায়েম ক্রেমারের দল। দক্ষিণ আফ্রিকা জিতলো এক ইনিংস এবং ১২০ রানের বড় ব্যবধানে। প্রথম ইনিংসে ৬৮-এর পর দ্বিতীয় ইনিংসে ১২১ রান। ব্যাটিং ব্যর্থতাই লজ্জার হার লিখে দিল জিম্বাবুয়ের ললাটে। দুই ইনিংস মিলিয়ে তাদের ব্যাটসম্যানরা উইকেটে পার করেছেন ৭২ ওভারের মতো। গোলাপী বলটা বুঝতে বুঝতেই যেন শেষ দুটি ইনিংস! দুইদিনের হারে দ্বিতীয় দিনেরও প্রায় তিন ভাগের এক ভাগ বাকি ছিল। আরও পড়ুন: সাকিবকে কলকাতা, মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে হায়দরাবাদ প্রথম ইনিংসে ২৪০ রানে এগিয়ে থেকে জিম্বাবুয়েকে ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়বার নেমে শুরুতে একটু প্রতিরোধের আভাস। উদ্বোধনী জুটিতে ৫৪ রান তুলে ফেলেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা আর চামু চিবাবা। এরপরই ধ্বসের শুরু। একের পর এক ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে থাকেন প্রোটিয়া বোলাররা। দশম উইকেটে অধিনায়ক গ্রায়েম ক্রেমার আর মুজারবানির ১৮ রানের জুটি পরাজয়টাই যা একটু প্রলম্বিত করেছে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫টি উইকেট নিয়েছেন কেশভ মহারাজ। ৩টি উইকেট আন্দেলো ফেহলুখায়োর। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lbRqQl
December 28, 2017 at 05:01AM
28 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top