ঢাকা, ২৮ ডিসেম্বর- বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। ক্রিকেট মাঠে প্রতিপক্ষ বোলারদের পিটিয়ে চার-ছক্কার আনন্দে মেতে রাখেন দর্শকদের। কিন্তু এবার তার বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ উঠেছে। চট্টগ্রামে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচের সময় এমন কাণ্ড ঘটান রাজশাহী বিভাগের এই ক্রিকেটার! ম্যাচ রেফারি তার রিপোর্টে এমন অভিযোগ এনেছেন। সূত্রের খবর, শুধু দর্শক পেটানো নয়, একটি সূত্র জানিয়েছে হেয়ারিংয়ের সময় ম্যাচ রেফারির ও আম্পায়ারদের সঙ্গেও প্রচণ্ড বাজে আচরণ করেন সাব্বির। সেটিও ম্যাচ রেফারি তার রিপোর্টে উল্লেখ করেছেন বলে জানায় সূত্রটি। এ বিষয়ে আকরাম খান বলেন, আমরা বিষয়টি ম্যাচ রেফারির রিপোর্ট থেকে জেনেছি। এ ধরনের আচরণ জাতীয় দলের কোনো ক্রিকেটারের কাছ থেকে কাম্য নয়। এমন ঘটনা বিসিবিকে বিব্রত করে। আপনারা জানেন যে এমন কোনো ঘটনাতে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারকেই ছাড় দেয়া হয়নি। এরই মধ্যে ম্যাচ রেফারি একটি হেয়ারিং করেছেন। আমরা বিষয়টি দ্রুত বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠাচ্ছি। কি ধরনের শাস্তি হবে সেটি কমিটিই সিদ্ধান্ত নিবে। ক্রিকেটে সুনাম নষ্ট হলে আমরা কাউকেই ছাড় দিবো না। তবে যারা জাতীয় দল প্রতিনিধিত্ব করে তাদেরতো বুঝতে হবে যে কি করতে হয় আর কি করতে হয় না।! নতুন করে কি ঘটনা ঘটিয়েছেন সাব্বির? জানা গেছে তার অপরাধের যে ধরন তা অত্যন্ত গুরুতর। এমন ক্ষেত্রে ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও ঘরোয়া লীগে কয়েকটি ম্যাচও নিষিদ্ধ হতে পারেন এ মারমুখী ব্যাটসম্যান। ২০-২৩শে ডিসেম্বর পর্যন্ত চলে এনসিএলের ৬ষ্ঠ ও শেষ রাউন্ড। জানা গেছে, ম্যাচ রেফারি রিপোর্ট জমা দিয়েছেন ২২ তারিখ। একটি সূত্র জানায়, খেলা চলাকালে দর্শক গ্যালাারি থেকে সাব্বিরকে কেউ গালি দিয়েছিলেন। সেই সময় তিনি আম্পায়ার গাজী সোহেল ও তানভির আহমেদের কাছে অনুমতি নিয়ে মাঠের বাইরে চলে যান কিছুক্ষণের জন্য। এরপরই সাব্বিরের বিপক্ষে অভিযোগ উঠে তিনি মাঠে গালি দেয়া দর্শককে ডেকে এনে সাইট স্ক্রিনের পেছনে নিয়ে মেরেছেন। এ ঘটনার পরই ম্যাচ রেফারি শওকাতুর রহমানকে মাঠের আম্পায়ার বিষয়টি অবগত করেন বলে জানা গেছে। এছাড়াও সেই সময় সেখানে উপস্থিত বিসিবির আকসুর এক কর্মকর্তাও বিষয়টি দেখেছেন বলে জানা যায়। ম্যাচ রেফারির রিপোর্টের পর সেটি শুনেছেন ডিসিপ্লিনারি কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, এখনো আমাদের কমিটির কাছে সাব্বিরের বিষয়টি আসেনি। তবে আমি শুনেছি সে কি করেছে। একটা বিষয় পরিষ্কার করে বলে দিতে চাই কোনো ভাবেই তিনি রেহায় পাবেন না যদি ঘটনা সত্যি হয়ে থাকে। আপনারা দেখেছেন সাকিব, রুবেল এমনকি তামিমকেও আমরা ছাড় দেইনি। সাব্বিরের যে অপরাধ সেটি বিসিবির ভাবমূর্তিই ক্ষতি করে তা নয়, দলের নতুন ক্রিকেটারদের উপরও এর বাজে প্রভাব পড়বে। দেশের ক্রিকেটের কোনো ক্ষতিতো আমরা হতে দেবো না। অন্যদিকে সাব্বির রহমান দোষী হলে কি ধরনের শাস্তি হতে পারে এমন প্রশ্নের জবাবে শেখ সোহেল বলেন, আগেও তিনি এমন করেছেন, শাস্তিও হয়েছে। এবারো দোষ প্রমাণ হলে তার বড় শাস্তিই হবে। সেটি আর্থিক জরিমানা ছাড়াও কয়েকটি ম্যাচ নিষিদ্ধও হতে পারে। বিপিএলে চতুর্থ আসরে নারী কেলেঙ্কারির ঘটনাতে সাব্বির রহমান মোটা অঙ্কের জরিমানা গুনেছেন। তার সেই সময় জরিমানার পরিমাণ ছিল ১৩ লাখ টাকা। এবার বিপিএলের পঞ্চম আসরেও সিলেটে মাঠে আম্পায়ারদের গালি দিয়ে তিনি বড় অঙ্কের আর্থিক জরিমানা দেন। বারবার এমন ঘটনাতে বিসিবিসহ দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেই দাবি ক্রিকেট বোদ্ধাদের। ক্রিকেটারদের সচেতন করার জন্য বিসিবি বড় কোনো পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে শেখ সোহেল বলেন, অবশ্যই নিবে এবং আগেও নিয়েছে। দেখেন আমাদের সময় কোনো ক্রিকেটার শৃঙ্খলা ভেঙে ছাড় পায়নি। তাদের সচেতন করার জন্য যতটা কঠোর হওয়ার আমরা হবো। সাব্বিরের দোষ প্রমাণ হলে সে এবারো শাস্তি পাবে সেটি নিশ্চিত। পদক্ষেপ আমরা নেবোই। আরও পড়ুন:সাকিবকে কলকাতা, মুস্তাফিজকে ছেড়ে দিচ্ছে হায়দরাবাদ তবে রাজশাহী বিভাগের টিম ম্যানেজার আকমর আমিন বিদ্যুৎ ঘটনার কিছুই জানেন বলে জানান। তিনি বলেন, আমি আসলে কিছুই জানি না। পরে ম্যাচ রেফারি চিনু ভাইয়ের কাছে শুনেছি। তবে যতটা শুনেছি সাব্বির সাইট স্ক্রিনের পেছনে গিয়ে দর্শককে মেরেছেন। এটি কিভাবে হয় বুঝতে পারছি না। কারণ মাঠে সেই জায়গাতে দর্শক কি করে এসেছে? হয়তো কেউ ম্যাচ রেফারিকে ভুল তথ্য দিয়ে থাকতে পারেন। সূত্র:বিডি২৪লাইভ এমএ/১০:৩০/২৮ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lk1zJY
December 28, 2017 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top