গোলাপগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


সুরমা টাইমস ডেস্ক ঃঃ কালের বিবর্তনে আজ সে সংগঠন বিশাল মহীরুহে পরিণত হয়েছে, যার ছায়াতলে আশ্রয় নিয়েছে দেশের লক্ষ লক্ষ মেধাবী ও মুক্তিকামী ছাত্র-তরুণ। আলোকবর্তিকা হাতে অগ্রসরমান যে কাফেলাটি অতি দ্রুতই মেধাবী তরুণ-ছাত্রদের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়, ২৬শে ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোলাপগঞ্জ উপজেলা পূর্ব শাখার উদ্যোগে উপজেলার ঢাকাদক্ষিন বাজারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের প্রকাশনা সম্পাদক রুকন উদ্দীন। তিনি অারো বলেন প্রতি বছরই শীতের সময়টাতে ভয়াবহ দুঃখ কষ্টে কাটে লাখো মানুষের দিন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অৎস্র দরিদ্র মানুষ আছে যাদের কপালে সামান্য শীতবস্ত্র টুকুও জোটছে না। সরকার ও সমাজের সামর্থ্যবানরাসহ সবাই যদি একটু এগিয়ে আসে, তাহলে এই সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। তাছাড়া একটি মুসলিম প্রধান দেশে শীতার্তরা কষ্ট পাবে তাও অনাকাক্সিক্ষত। বরং ইসলামের শিক্ষা হলো তুমি যা নিজের জন্য পছন্দ করো তাই অন্যের জন্য পছন্দ করো। আমরা আশা করব, ছাত্রশিবিরের পাশপাশি সমাজের সামর্থ্যবান ছাত্রজনতা শীতার্তদের পাশে দাঁড়াবে। সেক্রেটারি অাব্দুর রাহিম জাবলুর সঞ্চালনায়, ক্বারী কাওছার অাহমদের পবিত্র কোরঅান তেলাওয়াতের মাধ্যমে,শাখা সভাপতি কবির অাহমদের সভাপতিত্বে, শীতবস্ত্র বিতরণী অনষ্ঠানে উপস্থিতি ছিলেন, সায়েম অাহমদ, ইউসুফ অালী, রেজাউল করিম ময়নুল সহ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CeRO7Y

December 27, 2017 at 11:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top