ঢাকা, ২০ ডিসেম্বর- প্রতিশ্রুতি অনুযায়ী বসবাসের জন্য বরাদ্দ করা ৫৭ লাখ টাকা মূল্যের জমির দলিল হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ওই প্লটের ওপর বাড়ি নির্মাণের কাজ শুরু করা হবে। সোমবার দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া ক্রিকেটার মিরাজের হাতে জমির দলিল হস্তান্তর করেন। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে চমক দেখিয়ে দেশ-বিদেশের সংবাদ মাধ্যমে আলোচনায় আসেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। সে সময়ে সাক্ষাৎকার নিতে বাসায় উপস্থিত হয়ে দারিদ্রের মধ্যে মিরাজের বেড়ে ওঠা দেখে বিস্মিত হয় স্থানীয় সাংবাদিকরা। আর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর ৩০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি দেওয়ার ঘোষণা দেন। আরও পড়ুন: ক্রিকেটার সালমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দলিল হস্তান্তর উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, খুলনার জেলা প্রশাসক আমিন উল আহসানসহ কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম জানান, ক্রিকেটার মিরাজকে খুলনা মহানগরীর মুজগুন্নী আবাসিক এলাকার এন/৪৪ নম্বরের প্লটে ৩.৬ কাঠা জমির দলিল দেওয়া হয়েছে। ওই প্লটের বর্তমান বাজার মূল্য ৫৭ লাখ টাকা। মিরাজের পরিবারের কাছ থেকে ১ হাজার ১ টাকা নিয়ে ওই জমির দলিল হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিরাজের বাবা জালাল হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহারের পাশাপাশি সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাচ্ছি। যাদের লেখার কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এফ/০৮:৪৩/২০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oWVlEC
December 20, 2017 at 02:48PM
20 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top