কলকাতা, ২০ ডিসেম্বর- সড়ক পরিবহন ব্যবস্থা আরও উন্নত করার লক্ষ্যে নবান্ন থেকে ১৬৫টি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিনের মধ্যে আরও ২৬০টি বাস দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। সঙ্গে ১১৭টি ফায়ার ইঞ্জিনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পরিবহন ব্যবস্থা আরও উন্নত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার ক্ষেত্রে পরিবহনে বড় পরিবর্তন এসেছে। উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, গতিধারা প্রকল্পে ছবছরে ১৮,০০০ গাড়ি দেওয়া হয়েছে। পাশাপাশি ১৫,০০০ নতুন বাস দেওয়া হয়েছে, ৪০০টি নতুন জেটি দেওয়া হয়েছে, ১৮০টি টার্মিনাসের উন্নয়ন করা হয়েছে। আরও পড়ুন: রাজ্য সড়কে বসছে টোলট্যাক্স! কোষাগারে চাপ কমাতে পরিকল্পনা মমতার সরকারের বাস ও ফায়ার ইঞ্জিন উদ্বোধন করার আগে মুখ্যমন্ত্রীর বলেন, আজ ১৬৫টি নতুন বাস দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যে আরও ২৬০টি নতুন বাস দেওয়া হবে। একইসঙ্গে ১১৭টি ফায়ার টেন্ডার দেওয়া হচ্ছে আজ। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, দমকলমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মেয়র শোভন চট্টোপাধ্যায়, পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। সূত্র: EENADU INDIA এফ/০৮:৪৩/২০ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oRQsN8
December 20, 2017 at 03:06PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন