আন্দোলনকারী শিক্ষকদের বাড়ি ফেরার পরামর্শ

সুরমা টাইমস ডেস্ক:: নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আন্দোলন ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানিয়েছেন, শিক্ষকদের দাবি পূরণে কাজ করে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। তাই তাদের (শিক্ষক-কর্মচারী) বাড়ি গিয়ে বিশ্রাম নেয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।

আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এমন আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে অনেক দিন ধরেই আমরা কাজ করে যাচ্ছি। এমপিওভুক্তির অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও অর্থ ছাড়ের বিষয় জড়িত। এটা নিয়ে আমি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক বৈঠক করেছি।

মন্ত্রী বলেন, নতুন করে এমপিওভুক্তির জন্য বর্তমানে অর্থমন্ত্রী সম্মতি দিয়েছেন। এ বিষয়ে একটি আলাদা নীতিমালা প্রণয়ন করা হবে। অর্থমন্ত্রী সেই কমিটিতে থাকার সম্মতিও জানিয়েছেন। আগামী বাজেটে এ বিষয়ে নতুনভাবে অর্থ বরাদ্দ দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে। অতিদ্রুত নতুনভাবে এমপিওভুক্তির কাজ শুরু করা হবে।

তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া না হলে আমাদের কিছু করার থাকে না। রাস্তায় বসে আপনারা (শিক্ষক-কর্মচারীরা) কষ্ট করে আন্দোলন করে গেলেও আমরা কোনো সমাধান দিতে পারি না। যেহেতু নতুন করে এমপিওভুক্তির জন্য অর্থ মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে তাই আর রাস্তায় বসে আন্দোলন না করে বাড়ি ফিরে বিশ্রাম করেন। খুব শিগগিরই আপনাদের দাবি বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষকরা। আজ পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। আগামীকাল থেকে আমরণ অনশনে নামার ঘোষাণা দিয়েছেন তারা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CdCZWm

December 30, 2017 at 11:59PM
31 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top