ঢাকা, ৩১ ডিসেম্বর- শাকিব খানের ঘনিষ্ঠ হিসেবে মিডিয়ায় পরিচিত ওমর সানী এবার শাকিব-অপু সম্পর্কে মুখ খুললেন। শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তিনি শাকিব-অপুর একত্রে থাকার বিষয়ে মত দেন। একইসাথে অপুকে নিয়ে সংসার করতে শাকিবকে পরামর্শ দেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। সানী বলেন, শাকিব খানের শুরুটা হয়েছিল আমার আর মৌসুমীর হাত ধরে, সোহান সাহেবের ছবিতে আমার শ্যালিকা ইরিনের নায়ক হয়ে। তাকে আমি ছোট ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি। আমি চাই শাকিব সুন্দর একটি সংসার করুক, স্ত্রী-সন্তান নিয়ে। তার ফুটফুটে একটি বাচ্চা আছে, যার নাম জয়। কত সুন্দর তার মুখ, তাকে দেখলে মনে হয় এত মায়াবী শিশু আর হয়না। শাকিবের একজন স্ত্রী আছে, সেও সিনেমার নায়িকা। শাকিবের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে সানী বলেন, কিন্তু শাকিব তুমি কি করছো ? এত সুন্দর একটি সংসার এভাবে নষ্ট করে দিচ্ছ? তুমি কি চাও জয় তার বাবার আদর না পাক? অপু তার স্বামীর সোহাগ বঞ্চিত হোক? আমি ও মৌসুমী ক্যারিয়ারের শীর্ষসময়ে বিয়ে করেছিলাম, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তিনি বলেন, আমরা কি নিজেদের ভালোবাসার কথা দেশবাসীকে, ভক্তদের জানাইনি? আমাদের ভক্তরা তা সাদরে গ্রহণ করেছে। আরও পড়ুন:থার্টি ফার্স্ট নাইট মাতাবেন পপি আমাদের ভালোবেসেছে, আজো বাসছে। মৌসুমী আজও দেশের প্রধান নায়িকা। আমাদের দুই সন্তান এতদিন পরেও তাদের বাবা-মায়ের আদর, শাসন, স্নেহ পাচ্ছে। আমি চাই তুমি ও তোমার স্ত্রী তোমাদের দায়িত্ব পালন করবে জয়ের প্রতি। অপুকে উদ্দেশ্য করে ওমর সানী বলেন, অপুর প্রতি আমার উপদেশ, তুমি স্বামী-সংসারে মন দাও। মেয়েদের বড় অলংকার তার স্বামী, স্বামীর অহংকার তার স্ত্রী। এ অলংকার, এ অহংকার রক্ষা করতে হবে তোমাদেরকেই। ক্যারিয়ারের চেয়েও অনেকসময় বড় হয় সংসার, ভালোবাসা থাকলে, বিশ্বাস থাকলে, পরিশ্রম করলে সব একসুতোয় গেঁথে যাবে। যে মালা কারো কানকথায় ছিঁড়বেনা। আমি চাই তুমি সংসার করে যাও একজন আদর্শ স্ত্রীর মতো। আরও পড়ুন:সেই ছোট্ট মেয়েটি এখন আবেদনময়ী নায়িকা! শাকিব-অপু দুজনের প্রতি ওমর সানী বলেন, তোমরা দুজনেই আমাদের প্রিয়, স্নেহভাজন। তোমাদের মঙ্গলের জন্যই আমি বলছি, তোমরা সব ভুলে গিয়ে এক হয়ে যাও। জয়ের দিকে চেয়ে, তোমাদের ভক্ত দর্শকের দিকে চেয়ে। জয়ের জয় হোক, ভালোবাসার জয় হোক। সূত্র:কালের কন্ঠ এমএ/১২:৫০/৩১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2EkOVms
December 31, 2017 at 06:59PM
31 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top