কলকাতা, ৮ ডিসেম্বর- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভায় সংবিধানের ধর্মনিরপেক্ষ প্রস্তাবনার ছাতার তলায় দাঁড়িয়ে ঘোষণা করলেন, হ্যাঁ, তিনি মুসলিম তোষণ করবেন। কোটি বার করবেন। যে দেশ ধর্মনিরপেক্ষতার শপথ নিয়েছে সংবিধানে, যে সংবিধানের শপথ নিয়ে মুখ্য বা যে কোনও মন্ত্রিত্বে আরূঢ় হন এই দেশের নাগরিক, সেখানে ধর্মের ভিত্তিতে নিপীড়ন বা তোষণ, দুই-ই সমান দূষণীয়, এই কথা বলার জন্যও কোনও বালক আর নেই? অদ্ভুত বক্তব্যের আরও অদ্ভুত যুক্তি খাড়া হচ্ছে এখন। এই রাজ্যে ৩১.৯ শতাংশ মানুষ মুসলিম, বলেছেন মুখ্যমন্ত্রী। শতাংশের ভিত্তিতে স্থির হবে সব কিছু? পিছিয়ে পড়া মানুষ এবং তাঁদের জন্য সংরক্ষণের সুযোগ তৈরির পশ্চাদপটকে রেখেই বলছি, শতাংশের হিসাব স্থির করে দেয় সব কিছু? এই রাজ্যে বৌদ্ধদের সংখ্যা তো শতাংশের হিসাবে তুলনামূলকভাবে আরও নগণ্য, তবে কি তাঁরা তোষণের মাপকাঠিতে অগ্রাধিকার পাবেন? গাঁধীজির ভাবনায় সংখ্যালঘুর সামাজিক-মানসিক স্বাচ্ছন্দ বা নিরাপত্তার সুনিশ্চিতির লক্ষ্যে মননচর্চাসম্ভূত যে নির্দেশ ছিল, সেখান থেকে কি সরে আসছি আমরা? ৩১.৯ শতাংশ হলে তোষণযোগ্য, এই যদি সহজ সূত্র হয়, তবে এটাও পরিষ্কার হওয়া দরকার, শতাংশের হিসাবে যাঁরা অধিকতর তাঁরা কী মর্যাদার অধিকারী? অথবা কমতির দিকের জন্যও কী ভাবনা রয়েছে সরকারের। ভুল হয়ে যাচ্ছে কোথাও। স্বার্থরক্ষা ও তোষণ যে এক হতে পারে না, এটা বুঝছি না বলেই সংখ্যালঘু-সংখ্যাগুরু দ্বন্দ্বে ক্রমাগত দীর্ণ হচ্ছি আমরা। কারণ, আমরা অভ্যস্ত হচ্ছি না বৃহত্তর ভঙ্গিতে পরিস্থিতিকে দেখার জন্য। সংখ্যালঘুর স্বার্থরক্ষা এই ধর্মনিরপেক্ষ দেশের লক্ষ্য, এবং সেই লক্ষ্য ইস্পাতকঠিন হওয়া দরকার, যাতে গোরক্ষা বা যে কোনও অজুহাতে আক্রমণের ঘটনাগুলোকে দৃষ্টান্তমূলকভাবে প্রতিহত করা যায়। কিন্তু সেখানেও মাপকাঠিটা ভেদাভেদহীন হওয়া প্রয়োজন। কেন্দ্রে-রাজ্যে, রাজনৈতিক দল নির্বিশেষে এবার আমাদের বোঝার সময় এসেছে, বিশ্বের প্রতিযোগিতামূলক দরবারে যথোপযুক্ত আসনলাভের চেষ্টা করতে হবে আমাদের। তোষণ অতএব নিপীড়ন, অথবা যেহেতু নিপীড়ন অতএব তোষণের গণ্ডিবদ্ধ রাজনীতি ছাড়িয়ে সার্বিক উদার দৃষ্টির প্রয়োজন এখন। ধর্মপরিচয় ছাড়িয়ে এক উদাত্ত ভারতের স্বপ্ন দেখা এই মুহূর্তে কঠিন ঠেকছে। কিন্তু শুরু হতে পারে এই উদ্যোগ? তোষণ-নিপীড়ন অথবা শতাংশের হিসাবগুলো বন্ধ করবে রাজনৈতিক দলগুলো? বাকিটা ছেড়ে দিন আমাদের এই রাম-রহিমদের উপরে। এফ/ ১৫:২২/০৮ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AF7bpr
December 08, 2017 at 09:22PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.