জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইউপি সদস্য ফজর আলী তার নিকট আত্বীয় শফিক মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে উপজেলার আনিকা কমিউনিটি সেন্টারে একটি বিয়ে অনুষ্ঠানে যান। বিয়ের অনুষ্ঠান শেষে বিশ্বনাথ উপজেলা সদরে ফেরার পথে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে পিছন দিক থেকে আসা একটি নোহা (প্রাইভেট) গাড়ি মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের ওপর ফেলে যায়। এসময় মোটর সাইকেল আরোহী ফজর আলী মেম্বার ও শফিক মিয়া গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট হাসপাতালে প্রেরণ করেন। বিকলে সাড়ে ৪টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিক মিয়ার মৃত্যু হয়। তবে ইউপি সদস্য ফজর আলীর অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বিষয়টি আমাদের কেউ অবহিত করেননি। তবে খোঁজ নিয়ে দেখব।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2Dk3VQv
December 26, 2017 at 06:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন