বিশ্বনাথে মারামারির অভিযোগে মামলা দায়ের : গ্রেফতার ১

0310-2বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে মারধর ও গুরুতর আঘাতের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন উপজেলার কুড়িখলা গ্রামের মৃত হাজী ওসমান আলীর ছেলে মুছন আলী। ২৪ ডিসেম্বর আট জনকে অভিযুক্ত করে তিনি এ মামলাটি দায়ের করেন। যার নং- ১৮।
অভিযুক্তরা হলেন কুড়িখলা গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে চান্দ আলী ও তার তিন ছেলে জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, জহির উদ্দিন, মৃত আবদুল গফুরের ছেলে আলকাছ আলী, মৃত মনু মিয়ার ছেলে হরমুজ আলী ও তার দুই ছেলে ফেরদৌস আহমদ, হাফিজ আহমদ। মামলার প্রেক্ষিতে ঐ দিন বিকেলে হাফিজ আহমদকে আটক করেছে থানা পুলিশ।
এজাহারে উল্লেখ করা হয়, উল্লেখিত অভিযুক্তদের সাথে জায়গা-জমি নিয়ে মুছন আলীর পূর্ববিরোধ চলে আসছে। গত ২১ নভেম্বর পূর্ববিরোধের জেরে তাদের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে ঐ দিন সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা মুছন আলীর ভাই হাজী হুশিয়ার আলীর বসতঘরের উঠানে অনধিকার প্রবেশ করে গালাগাল করে। হত্যার উদ্দেশ্যে অভিযুক্ত জসিম উদ্দিন হুশিয়ারের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। এসময় হুশিয়ার আলীকে রক্ষার্থে তার দুই ছেলে নুর ইসলাম ও ফখরুল ইসলাম এগিয়ে এলে অপর অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে তাদেরকেও গুরুতর আঘাত করে। এ ঘটনার সময় আশপাশের এগিয়ে আসা লোকজনের সামনে অভিযুক্তরা এটা নিয়ে মামলা করলে হুশিয়ার আলী ও তার সন্তানদেরকে প্রাণে মারার হুমকী দিয়ে চলে যায়।
ঘটনার পর মামলা দায়েরে বিলম্বের কারণ হিসেবে মুছন আলী এজাহারে উল্লেখ করেন, ‘আমার ভাই ও ভাতিজাদের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় এবং উক্ত বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিরা আপোষ-মিমাংসার চেষ্টা করায় থানায় অভিযোগ দায়েরে বিলম্ব হয়।’
এব্যাপারে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, এই মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2DVWxMd

December 26, 2017 at 10:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top