ঢাকা, ১৬ ডিসেম্বর- পুরুষ ফুটবলে যখন ধারাবাহিক হতাশাজনক খবর, তখন আশা জাগাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে লাল-সবুজের মেয়েদের ফুটবল দল ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০০তম স্থানে! যা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং। আর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দল বর্তমানে ১৯২তে অবস্থান করছে। অবশ্য এর আগে ২০১৩ সালে আরও একবার ফিফা র্যাঙ্কিংয়ে ১০০তে উঠে এসেছিল সাবিনা-কৃষ্ণারা। চলতি বছরের মার্চে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১০৩। সেপ্টেম্বরে ছিল ১০৬। আর ডিসেম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল উঠে এসেছে ১০০তে। বাংলাদেশের পয়েন্ট ১০০৩। ২,১১৪ পয়েন্ট নিয়ে মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২,০৫২ পয়েন্ট নিয়ে জার্মানির মেয়েরা রয়েছে দ্বিতীয় স্থানে। ইংল্যান্ড তৃতীয় (২০৩৩), অস্ট্রেলিয়া চতুর্থ (২০৩০) আর কানাডা পঞ্চম (২০২৩)। পুরুষ ফুটবলে যখন ধারাবাহিক হতাশাজনক খবর, তখন আশা জাগাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে লাল-সবুজের মেয়েদের ফুটবল দল ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০০তম স্থানে! যা বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং। আর ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পুরুষ ফুটবল দল বর্তমানে ১৯২তে অবস্থান করছে। অবশ্য এর আগে ২০১৩ সালে আরও একবার ফিফা র্যাঙ্কিংয়ে ১০০তে উঠে এসেছিল সাবিনা-কৃষ্ণারা। চলতি বছরের মার্চে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১০৩। সেপ্টেম্বরে ছিল ১০৬। আর ডিসেম্বরে বাংলাদেশ নারী ফুটবল দল উঠে এসেছে ১০০তে। বাংলাদেশের পয়েন্ট ১০০৩। ২,১১৪ পয়েন্ট নিয়ে মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২,০৫২ পয়েন্ট নিয়ে জার্মানির মেয়েরা রয়েছে দ্বিতীয় স্থানে। ইংল্যান্ড তৃতীয় (২০৩৩), অস্ট্রেলিয়া চতুর্থ (২০৩০) আর কানাডা পঞ্চম (২০২৩)। এমএ/১০:৫০/১৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2AI8S4F
December 17, 2017 at 04:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top