২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছাড়া নেইমার জুনিয়র কিছুতেই শান্তি পাচ্ছেন না তার নতুন ক্লাব পিএসজিতে। সেখানে গিয়ে তার সতীর্থদের সাথে গণ্ডগোল এবং কোচের সাথে মনোমালিন্য ভাবিয়ে তুলছে নেইমারকে। আর তাই নেইমারের চলে যাওয়া নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। অনেকের মতে নেইমারের নতুন ক্লাব হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। আর সেই গুঞ্জঙ্কে সত্যি করেই নেইমারের বাবার সাথে বৈঠকে বসেছেন রিয়াল প্রেসিডেন্ট। এমন্টাই জানালো স্প্যানিশ পত্রিকা ডিয়ারী গোল। মাদ্রিদেরই একটা পাঁচ তারকা হোটেলে নাকি নেইমারের বাবাকে ডিনারে আমন্ত্রণ জানিয়ে ছিলেন রিয়াল সভাপতি। সেখানে এক সঙ্গে খেতে খেতে নেইমারের সঙ্গে চুক্তির বিষয়ে কথা বলেছেন দুজনে। সবকচিহু ঠিকঠাক থাকলে ২০১৯ এ পিএসজি ছাড়বে নেইমার। এমন্টাই জানালো পত্রিকাটি। আর নেইমারকে যদি পিএসজি থেকে আনতে হজয় তাহলে নেইমারকে যে ২২২ মিলিয়ন ইউরোর বেশি দিতে হবে সেটা হয়তো ভালো করেই জানা রিয়ালের। আর সেই পরিমানটা হতে পারে ২৫০ মিলিয়ন কিংবা তার চেয়েও বেশি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kFb8T8
December 17, 2017 at 06:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন