মুম্বাই, ৩০ ডিসেম্বর- বলিউডে গোপন প্রেম নতুন কিছু নয়। শোবিজে এটি পুরাতন কিচ্ছা। তবে গোপন সম্পর্ক থাকলেও গুঞ্জন আর গসিপে ধরা খেয়ে যায় সবাই। রণবীর-দীপিকার সম্পর্ক কারও অজানা নয়। তবে ওই যে কঠিন গোপনিয়তা, তাইতো ধরা দেননি কেউই। তাঁরা কি আদৌ বিশেষ সম্পর্কে জড়িয়েছেন? তা নিয়ে জল্পনা রয়েছে বলিউডে। কিন্তু তাঁরা যে এক সঙ্গে নিউ ইয়ারে সময় কাটাবেন তা বলিউডের অনেকেই জানেন। কিছুদিন হলো শ্রীলঙ্কা গিয়েছেন রণবীর। শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতে ওখানেই থাকবেন তিনি। অন্য দিকে এই মুহূর্তে ভিয়েনায় রয়েছেন দীপিকা। তিনিও নাকি শ্রীলঙ্কায় রণবীরের সঙ্গে যোগ দেবেন। আরও পড়ুন:হিরোর গার্লফ্রেন্ডের জন্য আমাকে বের করে দেয়া হয়েছিল পদ্মাবতী বিতর্কে রণবীর ও দীপিকা দুজনেই বেশ বিরক্ত। সে কারণেই নাকি তাঁদের একটা ব্রেক খুব দরকার ছিল। সেই ছুটিটাই এবার নিলেন তারকারা। রণবীর-দীপিকার এক সঙ্গে বেড়াতে যাওয়ার গসিপে নতুন করে তাঁদের প্রেমের জল্পনা শুরু হয়েছে। যদিও এটি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। সূত্র : জি নিউজ এমএ/০৩:২০/৩০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ltndvq
December 30, 2017 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top