শর্তসাপেক্ষ মুক্তি ‘পদ্মাবতী’র

মুম্বই, ৩০ ডিসেম্বরঃ অবশেষে স্বস্তির নিঃশ্বাস পদ্মাবতী মহলে। ইউ/এ তকমা দিয়ে ছাড়পত্র পেল পদ্মাবতী। তবে এর জন্য ২৬টি কাট, নাম বদল সহ একাধিক শর্ত মেনে নিতে হয়েছে টিম পদ্মাবতীকে।

জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘ঘুমর’ গানটিতে বেশ কয়েকটি শব্দের পরিবর্তন করতে হবে। পদ্মাবতী-র জায়গায় ‘পদ্মাবত’ নামে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ছবির আগে দিতে হবে ডিসক্লোসার।

সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশীর নেতৃত্বাধীন সংস্থার আধিকারিকরা ও বিশেষ পরামর্শদাতা কমিটি এই রিভিউ বৈঠকে হাজির ছিলেন। পরিচালকের স্বাধীনতা ও বিক্ষুব্ধ গোষ্ঠীর দাবির মধ্যে সমতা বজায় রাখার চেষ্টা করেছে সেন্সর বোর্ড।

১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল পদ্মাবতীর। তবে সামনের বছরের শুরুর দিকেই এবার সিনেমাটি মুক্তি করতে আর কোনও বাধা রইল না।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Cd1tPD

December 30, 2017 at 04:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top