নয়া দিল্লি, ১৫ ডিসেম্বর- রাস্তায় এক নারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ক্রিকেটার অজিঙ্কা রাহানের বাবা মধুকর বাবুরাও রাহানে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরই গ্রেপ্তার করা হয় অজিঙ্কা রাহানের বাবাকে। ভারতীয় গণমাধ্যম বলছে, দিল্লির খোলাপুরের ৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়ি চালাচ্ছিলেন মধুকর রাহানে। কাঙ্গাল এলাকায় ঢুকলে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই এক নারীকে ধাক্কা মারে। দুর্ঘটনা ঘটতেই স্থানীয়রা ছুটে আসেন এবং আশাতাই কাম্বলে নামে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তি করার পর পরই মৃত বলে ঘোষণা করা হয় আশাতাই কাম্বলেকে। এরপর রাহানের বাবাকে গ্রেপ্তার করেন পুলিশ। জানা যায়, রাহানের বাবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ, ৩৩৭, ৩৩৮, ২৭৯ এবং ১৮৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্র: ঢাকাটাইমস২৪ এফ/২৩:০৯/১৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kyfzzc
December 16, 2017 at 05:08AM
16 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top